শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
Leave a Reply