পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় কৃষকের গোয়াল থেকে গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়লেন সবুজ মিয়া (৫০) নামে এক চোর। এ সময় উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেয় গ্রামবাসী। মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত সবুজ মিয়া জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জিনারদী ইউনিয়নের বরাব গ্রামের কৃষক অরুন মিত্রের গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর সময় তার স্ত্রী ছলনা মিত্র টের পেয়ে আর্ত্মচিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে হাতেনাতে সুবজকে আটক করে। পরে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। এ ঘটনায় কৃষক অরুন মিত্র বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, কৃষকের গোয়াল থেকে গরু চুরির সময় ধরা পড়া সবুজ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়। তার বিরুদ্ধে গরু চুরির চেষ্টা অভিযোগে একটি মামলা হয়েছে।
Leave a Reply