মাধবদী প্রতিনিধি: আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আজহার অমিত প্রান্তের উঠান বৈঠক বিকেলে পাঁচদোনা মাইক্রো গ্রীন সিটি মার্কেট মাঠে অনুষ্ঠিত হয়। পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আজহার অমিত প্রান্ত, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া, নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক আলহাজ্ব আবদুল মোমেন মোল্লা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলফাজ উদ্দিন, সুরঞ্জিত সেন গুপ্ত, মকবুল হোসেন প্রধান, আল আমিন প্রধান প্রমুখ। বক্তারা আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আজহার অমিত প্রান্ত কে জয়যুক্ত করার আহবান জানান।
Leave a Reply