1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 20, 2024, 10:18 am
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে ৪২ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ তৈরি পোশাকে শুল্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা কক্সবাজারের পর্যটন সম্ভাবনা স্মার্ট বাংলাদেশ:  খেলাধুলা করে কেউ খালি হাতে ফিরে যায় না আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে কেউ প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে: ইসি মো. আলমগীর নরসিংদী জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১১ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ০৩ নরসিংদীতে ইউপি সদস্য খুন ‘ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করলেই জড়িত সবার নাম-পরিচয় জানা যাবে’ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ৯৮ ব্যাচ বন্ধুদের সংবাদ সম্মেলন

মনোহরদীর ছেলে ছাইয়েদুল চীনে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, September 12, 2022
  • 547 বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ: বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তর-পশ্চিম চীনের মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল নিংশিয়াতে ‘চায়না ইন মাই আইস-নিংশিয়া’ শীর্ষক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের আমন্ত্রণে সেমিনারে অংশ নেন চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মনোহরদী উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফরেন অ্যাফেয়ার্স অফিস অফ দ্য পিপলস গভর্নমেন্ট অব নিংশিয়া হুই অটোনমাস রিজিওনের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস।

সেমিনারের উদ্দেশ্য হলো চীন এবং বিদেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রচার করা এবং চীনকে আরো সত্যিকারের, ব্যাপকভাবে এবং বস্তুনিষ্ঠভাবে বোঝা।

সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সভাপতি অ্যাম্বাসেডর লিন সংথিয়ান। সেমিনারটি পরিচালনা করেন ফরেন অ্যাফেয়ার্স অফিস অফ দ্য পিপলস গভর্নমেন্ট অব নিংশিয়া হুই অটোনমাস রিজিওনের মহাপরিচালক বাই ইউঝেন। চীনে উরুগুয়ের রাষ্ট্রদূত ফার্নান্দো লুগ্রিস, মরিশাসের রাষ্ট্রদূত অ্যালাইন ওং, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত পলিথা কোহোনা ও নেপালের রাষ্ট্রদূত বিষ্ণু পুকার শ্রেষ্ঠা সেমিনারে অংশ নেন।

ছাইয়েদুল ইসলাম সেমিনারে ‘নিংশিয়ার বেগুনি অলৌকিক ঘটনার নীতি থেকে যে সুস্বাদু জল এবং লীলা পর্বতগুলি অমূল্য সম্পদ’ শিরোনামে আলোচনা করেন।

তাছাড়া, তিনি নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণের সরকারকে দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ উন্নয়ন, বিগ ডেটা সেন্টার এবং ব্যবস্থাপনা, জ্বালানি, কৃষি এবং ভারী শিল্পের ক্ষেত্রে বাংলাদেশেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

ছাইয়েদুল ইসলামের গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ লুৎফর রহমান বারিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন