1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
March 28, 2024, 11:15 pm
সর্বশেষ সংবাদ
আপনার দৈনন্দিন জীবনকে আরও রঙিন করে তুলতে গ্যালাক্সি এ১৫ ৫জি পাওয়া যাবে দুর্দান্ত রঙ ও ডিজাইনে প্রাইস শুরু ৩১,২৯৯ টাকা থেকে! দেশের বাজারে ইনফিনিক্সের নোট ৪০ সিরিজ নবীনগরে পুকুর থেকে কচুরিপানা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু! চীনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বেলাবতে পূর্ব শত্রুতার জেরে স্বাস্থ্য সহকারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ ঈদে যাতায়াতে দুর্ভোগ, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০২ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির গ্যালাক্সি এ১৫ ৫জি – দুর্দান্ত সব ফিচার ও অসাম ডিসপ্লে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে নরসিংদীতে পিবিআই’র প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং কর্মশালা পলাশে ঘরে ঢুকে গৃহিনীকে গলাকেটে হত্যা পলাশে পুলিশের মাস্ক পড়ে অভিনব কায়দায় বাইক ছিনতাই

‘রাজনীতি করতাম না, কেন আগুন দিল’ অবরোধের আগুনে এতিম চার ভাই-বোন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, December 3, 2023
  • 768 বার দেখা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

চার বছরের মারুফ, মাদ্রাসায় লেখাপড়া করে। সে বুঝতেই পারছেনা- তার বাবার ছবি নিয়ে মা এতো কান্না কেন করছেন। সেদিকে তার কোনো ভ্রক্ষেপ নেই। মারুফ তার আট মাস বয়সী ভাইকে নিয়ে খেলায় ব্যস্ত। আর বেলালের মা ফাতেমা, চিৎকার করে কান্না করছেন আর বলছেন, ‘আমার স্বামীর কি দোষ, তাকে পুড়িয়ে কেন মারলো? আমার ছেলে-মেয়েকে কেন এতিম করলো? তিনটা শিশু সন্তান নিয়ে কীভাবে সংসার চলবে?’ এসব প্রশ্ন করে বারবার মুর্ছা যাচ্ছেন বেলালের স্ত্রী ফাতেমা।

নিহত বেলাল হোসেনের তিন ছেলে ও এক মেয়ে। একমাত্র মেয়ে ফারজানাকে বিয়ে দিয়েছেন। বাকি তিন ছেলের মধ্যে বড় ছেলে তারেকের বয়স ১৩ বছর। অভাবের সংসার, তাই শিশু বয়সেই তারেক দোকানে কাজ করেন। দ্বিতীয় ছেলে চার বছরের মারুফ মাদ্রাসায় লেখাপড়া করে। আর ছোট ছেলের বয়স মাত্র ৮ মাস। এখনো দুধ খাওয়া ছাড়েনি।

গত রবিবার রাতে চট্টগ্রাম থেকে চাল নিয়ে খাগড়াছড়ির গুইমারা এলাকায় সরকারি খাদ্যগুদামে যাওয়ার পথে অবরোধকারীদের অগ্নিসংযোগে দগ্ধ হন তিনি। এরপর তাকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান বেলাল হোসেন।

 

বার্ন ইনস্টিটিউটে বেলালকে এতদিন সেবা-শুশ্রুষা করেছেন জামাতা রাসেল এবং বেলালের ভাবি পারভীন। পারভীন জানান, নিহত বেলালের ছোট ছেলে এখনো দুধের শিশু। তাই তার স্ত্রী ফাতেমা ঢাকার বার্ন ইনস্টিটিউটে আসতে চাইলেও তাকে আনা হয়নি। বেলালের মৃত্যুর খবরে তার স্ত্রী আহাজারি করেই যাচ্ছে। বার বার কল দিচ্ছে আর জানতে চাচ্ছে- কখন বেলালের মরদেহ নেওয়া হবে।

 

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শয্যায় বেলাল বারবার পারভিনকে জিজ্ঞেস করছিলেন, ‘আমি তো রাজনীতি করতাম না। কোনো দলের মিছিল-মিটিংয়ে যেতাম না। তারপরও কেন তারা আমার গায়ে আগুন দিলো। এখন আমার কিছু হলে আমার স্ত্রী-সন্তানদের কি হবে, তাদের ভরণ-পোষণ কে চালাব?’ মৃত্যুর আগে বেলালের এমন আশঙ্কাই যেন সত্যি হলো, বলেন পারভীন।

 

মৃত বেলালের ছোট ভাই আবু বক্কর সিদ্দিক জানান, তাদের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আদর্শগ্রাম মধ্যপাড়ায়। বেলাল ট্রাকের হেল্পার হিসেবে কাজ করতেন। গত রবিবার রাতে চট্টগ্র্রাম থেকে ট্রাকে চাল নিয়ে খাগড়াছড়ি মাটিরাঙ্গা থানার তাইন্দং সরকারি খাদ্যগুদামে ফিরছিলেন। পথে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে ট্রাকের গতিরোধ করা হয়। এরপর ট্রাকটিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে বেলাল দগ্ধ হন আর ট্রাকের চালক ইসহাক মিয়া আহত হন। ওইদিনই তাদের মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরেরদিন বেলালকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।

 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, বেলালের শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। মুখের বাম পাশ পুরোপুরি পুড়ে গিয়েছিল, ডান পাশের কিছু অংশ পুড়েছিল। আর বুক থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে ঝলসে গেছে। এতদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।

রোববার দুপুরে নিহত ট্রাক শ্রমিক বেলাল হোসেনের প্রথম জানাজা হয় রাজধানীর তেজগাঁও ট্র‍্যাক স্ট্যান্ডে। সেখানে ট্রাকশ্রমিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বেলালকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে অবরোধকারীদের বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি নিহত বেলালের পরিবারকে সহযোগিতা দিতে সরকারের কাছে দাবিও জানান তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন