1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 7:48 pm

বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ছড়াছড়ি

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, April 4, 2024
  • 45 বার দেখা হয়েছে

 

আলী হোসেন, বেলাব থেকে:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর বেলাব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়েছে প্রচার প্রচারণা। এ উপজেলায় তিনটি পদে কমপক্ষে ২০ জন সম্ভাব্য প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ না নেয়ার ইঙ্গিতে সরকার দলীয় সম্ভাব্য প্রার্থী বেড়েছে বলে জানা গেছে। সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন বর্তমান চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খাঁন মোমেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, আওয়ামীলীগ নেতা আমান উল্লাহ আমান, বাংলা জুট মিল এর চেয়ারম্যান ও তরুণ শিল্পপতি রানা চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে আপন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ ইসলাম উদ্দিন, নারায়নপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি খোর্শেদ আলম, বিশিষ্ট নাট্যকার নায়ক মেহেদী হাসান রতন, এমদাদুল হক ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, চরউজিলাব ইউপি সদস্য রহিমা বেগম ময়ুরী, নারী নেত্রী আমেনা বেগম। ইতিমধ্যে এসব সম্ভাব্য প্রার্থীরা দোয়া, সর্মথন ও সহযোগিতা চেয়ে বিভিন্ন পোস্টার, লিফলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপি তথা ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা নিরব থাকলেও শেষ পর্যন্ত যদি তারা নির্বাচনে অংশ নেয় সে ক্ষেত্রে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব। বর্তমান চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন তিনি উপজেলা আ.লীগের আজীবন সভাপতি মরহুম সমসের আলী ভূঁইয়ার সন্তান। তিনি দুই বার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শমসের জামান ভূঁইয়া রিটন বলেন, আমি উপজেলায় দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। জনগন আমাকে ভালোবাসে। এবারও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো। বেলাব উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাটসহ সকল জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আমাকে ভোটের মাধ্যমে পুণরায় জয়যুক্ত করবে। সুষ্ঠু নির্বাচনে আমি শতভাগ আশাবাদী। উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান মোঁমেন বলেন, আমি এবার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। ভোটাররা যদি র্নিবিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবে আমি জয় লাভ করবো। ভাস্কর অলি মাহমুদ বলন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি নিয়ে আমি আধুনিক স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করবো। আশা করি তরুণ প্রজন্ম আমাকে বেছে নিবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির বলেন, তরুণ প্রার্থী হিসেবে আশা করি উপজেলাবাসী আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবে। আমি জয় লাভ করলে বেলাব হবে আধুনিক ও স্মার্ট উপজেলা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন