1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 23, 2024, 7:47 pm

রায়পুরায় ভয়াবহ অগ্নিকান্ড, ৪২ দোকান পুড়ে ছাই, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, October 4, 2021
  • 267 বার দেখা হয়েছে

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের সর্ববৃহৎ মুদি দোকানসহ ছোটবড় ৪২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবী। তবে ফায়ার সার্ভিসসহ প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রাণকেন্দ্র রায়পুরা পুরান বাজারে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক পৌনে একটায় মফিজ উদ্দিনের মার্কেটের একটি তুলার দোকান থেকে এ আগুনের ধোয়া উঠতে থাকে। এ সময় মূহুর্তেই আগুন আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই মার্কেটের ছোটবড় ৩৮টি দোকানসহ ৪২ দোকান পুড়ে ছাই হয়ে যায়। ছাই হয়ে যায় দোকানের সকল মালামাল। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের দল, নরসিংদী ও ভৈরব থেকে আসা ৪টি দল দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তুলার দোকান থেকে আগুন আসলেও কিসের থেকে আগুনের প্রকৃত সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি বলে জানান নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন, এএসপি সার্কেল সত্যজিত ঘোষ, এসিল্যান্ড সাজ্জাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন