1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 4:23 pm

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা বায়বায়নে বেসরকারি হাসপাতালে অভিযান

বিশেষ প্রতিনিধি:
  • পোস্টের সময় Wednesday, February 28, 2024
  • 67 বার দেখা হয়েছে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশটি নির্দেশনা বায়বায়নের লক্ষ্যে নরসিংদীতে বেসরকারিভাবে গড়ে উঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে নরসিংদীর স্বাস্থ্য বিভাগ।

আজ দুপুরে নরসিংদী সদর উপজেলার জেলখানা মোর এলাকায়  গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল হলি জেনারেল এন্ড ট্রমা হসপিটাল ও মা জেনারেল হসপিটালে অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু কাউসার সুমন এই  অভিযান পরিচালনা করােন। অভিযানকালে হলি জেনারেল এন্ড ট্রমা হসপিটাল  ও  মা জেনারেল হসপিটালের সঠিক কাগজপত্র না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ  ঔষধসহ অপারেশনে ব্যবহৃত বিভিন্ন  উপকরণ সঠিক না থাকায় ভোক্তা অধিকার আইনে  তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ সময় নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সঞ্জয় কুমার সাহা, ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন