1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, December 25, 2023
  • 154 বার দেখা হয়েছে

 

আমিনুল হক

বাজেট বাড়ুক শিক্ষায়, নারী পুরুষ সমতায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলাবোতে শিক্ষায়  জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে  স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এম. এম জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের অবসরপ্রাপ্ত পরিচালক ও বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মো. আরিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (শাফী), বেলাবো সরকারি মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর ,

বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বেলাবো প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো. শাহেদ আলী, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, বেলাবো প্রেস ক্লাবের সিনিয়র সহ-আমিনুল হক, সুপার আ: রশিদ প্রমুখ, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান সঞ্চালনা ও শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক প্রেজেন্টেশন  উপস্থাপন করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন