1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ শেখ হাসিনার ইতিবাচক ধারায় দেশের অর্থনীতির সূচক প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামী লীগ, সামনে আরও তিন নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত দুই দাবি আদায়ে অনঢ পল্লী বিদ্যুৎ সমিতি, পঞ্চম দিনেও কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা নরসিংদীতে কোল্ড স্টোরেজে প্রায় ১৯ লাখ ডিম মজুদ নরসিংদীর দুই উপজেলায় কাপ-পিরিচের জয় কাপাসিয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, ২ ঘন্টায় ৮% ভোট পড়েছে

পুরান ঢাকার আকাশ নানা রঙের ঘুড়ির মেলা

নিজস্ব প্রতিবেদক |
  • পোস্টের সময় Sunday, January 14, 2024
  • 373 বার দেখা হয়েছে

সাকরাইন মূলত ঘুড়ি উৎসব। ১৭৪০ সালের পৌষ মাসের শেষ এবং মাঘ মাস শুরুর সন্ধিক্ষণে মোঘল আমলে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে ঘুড়ি উৎসবের প্রচলন হয়। সেই থেকেই এই উৎসবকে পালন করে আসছে পুরান ঢাকার স্থানীয়রা।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে পুরান ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া, নারিন্দা, কুলুটোলা, সুরিটোলা, নবাবপুর, শ্যামবাজার, শাঁখারি বাজার, বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, তাঁতীবাজার, ধোলাইখাল, শিংটোলা, মালিটোলা, ডালপট্টি মোড়, লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, সদরঘাট, গেন্ডারিয়া, নারিন্দা, লালবাগ, চকবাজার, মুরগিটোলা, নতুন শুভাঢ্যা,জিনজিরাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঘুড়ি উড়ানোর প্রস্তুতির প্রতিযোগিতা। কেউ ঘুড়ি প্রস্তুত করছেন, কেউ সুতায় মাঞ্জা দিচ্ছেন, কেউ নাটাই কিনছেন। সাকরাইন উপলক্ষে ঘুড়ি, নাটাই, সুতা বিক্রির ধুম পড়েছিল শাঁখারী বাজারে। কয়েকদিন ব্যস্ত সময় পার করেছেন সেখানকার দোকানিরা। বিকেলে পুরান ঢাকার আকাশে নানা রঙের ঘুড়ি উড়াতে দেখা যায়। শুধুমাত্র ঘুড়ি নয়। বাহারী রঙে আকাশকে জানান দিতে পুরান ঢাকাবাসী রাতে ফানুস এবং আতশবাজির আয়োজন করেন। প্রতিটি ছাদে চলেছে ডিজে পাটি ও বারবিকিউ পার্টি।

সকালে শাঁখারী বাজারে যেসব ঘুড়ি দোকানে দেখা গেছে তার মধ্যে অন্যতম চোখদার, রকদার, গরুদার, ভোমাদার, কাউঠাদার, মাছলেঞ্জা, ফিতালেঞ্জা, প্রজাপতি ঘুড়ি, পেঁচা ঘুড়ি, বাক্স ঘুড়ি, সাপ ঘুড়ি, দাবা ঘুড়ি, চিল ঘুড়ি, এংরি বার্ড ঘুড়ি, চারকোনা ঘুড়ি সহ বাহারী রকমের ঘুড়ি। ঘুড়ির আকার ও ডিজাইন বুঝে দাম রাখা হচ্ছে ১০-৮০০ টাকা পর্যন্ত।

সাকরাইন উপলক্ষে দুই ধরনের সুতো পাওয়া যায়। একধরনের সুতো মাঞ্জা দেওয়া অন্যটি মাঞ্জা দেওয়া ছাড়া। এর মধ্যে অন্যতম ড্রাগন সুতা, ইগল সুতা, টাইগার সুতা, বিলাই সুতা ইত্যাদি। সুতার মান বুঝে দাম চাওয়া  হচ্ছে ২০-১০০০ টাকা পর্যন্ত।

সাকরাইন উপলক্ষে নানা ধরনের নাটাই পাওয়া যায়। তার মধ্যে বাঁশের নাটাইয়ের চাহিদা বেশি। এছাড়াও আছে মুখবন্ধ নাটাই, বাটিওয়ালা নাটাই, লোহার এবং কাঠের নাটাই। এসবের দাম রাখা হচ্ছে ১০০-১০০০ টাকা পর্যন্ত।

আতশবাজিতে পাখির মৃত্যু এবং ফানুস থেকে আগুন লাগানোর ঘটনা ঘটায় এসব উড়ানো নিষেধ থাকলেও সেসব মানছেনা কেউ। তবে পুরান ঢাকার অনেক সচেতন মহল ঘুড়ি উড়ানো এবং আনন্দ করলেও পরিহার করছেন আতশবাজি এবং ফানুসের আনন্দ।

নয়ন, দিপঙ্কর, রাহুল, তুষারসহ একাধিক পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা বলেন, ‘এইটা আমাগো বাপ-দাদারা পালন করে আসছে। অহন আমগো পোলাপানরা করতাছে। এইভাবেই চলতাছে অনেক বছর থেইকা। পোলাপান মজ-মাস্তি করে, গান টান বাজার। ভালোই লাগে সব মিইল্লা।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকার আকাশ ছেয়ে গেছে বাহারী রঙের ঘুড়িতে। চলছে ঘুড়ির সুতো কাটার খেলা। দিনের শেষে সন্ধ্যা নামলে শুরু হয় আতশবাজি ও ফানুস উড়ানো। রাতে ডিজে গানের সঙ্গে নেচেছে অনেকেই, কেউবা আবার করেছে বারবিকিউ পার্টি। এ ছাড়াও আগুন নিয়ে খেলা এ উৎসবের অন্যতম অনুষঙ্গ। তবে সকালের তুলনায় বিকালে এবং রাতে এ উৎসব বেশি মুখরিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন