1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় নিহত ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্য আহাসান তানভীর পিয়াল পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

ঢাকাস্থ মনোহরদী উপজেলা কল্যাণ সমিতি উচ্ছল আনন্দে সম্পন্ন হল জোলাভাতি -২০২৪

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, February 7, 2024
  • 439 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: গত ৩ ফেব্রুয়ারি পূর্বাচলের সী-শেল পার্কে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকাস্থ মনোহরদী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ‘জোলাভাতি ২০২৪’। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উচ্ছল আনন্দে পরিপূর্ণ ছিল মনোহরদীবাসীর এই মিলনমেলা। এবারের আয়োজন সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার বলেন,’একই মৃত্তিকার সন্তান মোরা দ্বিধা-দ্বন্দ্ব সব ভুলে, দল-মত-পথ ভুলে গিয়ে সব এগোবার প্রত্যয়ে’ -এই স্লোগানকে সামনে রেখে জোলাভাতি অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। দল নিরপেক্ষতা ও অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসাবে ঢাকাস্থ মনোহরদীবাসীর মধ্যে মেলবন্ধন ও যোগাযোগ বলয় তৈরির জন্য দীর্ঘ দেড় যুগ পর এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একত্রিত করতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত।’

সংগঠনটির সভাপতি এম এ আসাদ ভূঁইয়া বলেন, ‘সংগঠনটি ঢাকাস্থ মনোহরদীর মানুষের সমন্বয়ের প্রতীক। নতুন কার্যকরী কমিটির আপ্রাণ প্রচেষ্টার ফসল আজকের এই মিলনমেলা।’
সংগঠনটির প্রধান উপদেষ্টা শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এবং অন্যতম পৃষ্ঠপোষক খায়রুল মজিদ মাহমুদ চন্দন এর উৎসাহ ও উদ্দীপনায় বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষের সরব উপস্থিতিতে সী-শেল পার্ক যেন হয়ে উঠেছিল এক টুকরো মনোহরদী। শিশুদের ছোটোছুটি, ছেলে-মেয়েদের কোলাহল, খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, অভিনয় আর বয়োজেষ্ঠদের অভিজ্ঞতা প্রসূত হাসি ঠাট্টা আর স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল ছিল নতুন ব্যাঞ্জনায় কাব্যময়। দীর্ঘ বিরতিতে এ দেখা হওয়ায় কারো মনের অনুভূতি প্রকাশ যেন শেষই হতে চাইছিল না! জম্পেস আড্ডায় কখন যে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে তা যেন কেউ টেরই পায়নি!
জোলাভাতিতে অংশ নেওয়া সর্বজন শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাবিবা খাতুন তাঁর হৃদয় নিংড়ানো অনুভূতি ব্যক্ত করেছেন, দিয়েছেন আগামীর প্রয়োজনীয় দিক নির্দেশনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবিসংবাদী সাবেক ছাত্রনেতা সানাউল হক নিরু, এনবিআরের সাবেক সদস্য হাবিবুর রহমান আকন্দ, সমিতির সাবেক সভাপতি মহসিন আহমেদ, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি সাবেক অতিরিক্ত সচিব ডঃ রাখাল চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক ব্যাংকার মোতাকাব্বির জাহাঙ্গীর চেঙ্গিস, কর্নেল ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার আমিনুল হক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, নায়েমের উপপরিচালক প্রফেসর লুৎফুর রহমান, ঢাকাস্থ মনোহরদী আইনজীবী সমিতির সভাপতি মজিবুর রহমান, ব্যাংকার নুরুল আহসান, ব্যাংকার আজিজুল হক ও দৈনিক গ্রামীণ দর্পণ এর সম্পাদক কাজী আনোয়ার কামাল।

অনুষ্ঠানটির আগাগোড়ায় ছিল তারুণ্যে ভরপুর। এক ঝাঁক তরুণ সম্ভাবনাময় নক্ষত্রের উপস্থিতিতে জোলাভাতিটি হয়ে উঠেছিল আলোকিত! তাদের চোখে ছিল আগামী মনোহরদীর স্বপ্ন। এই নক্ষত্রের কয়েকজন হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ইকবাল হোসাইন, উপসচিব কামাল, বিসিএস অডিট ক্যাডারের সদস্য খায়রুল আলম শিপন সরকার, বিসিএস ট্যাক্স ক্যাডারের সদস্য শফিকুল ইসলাম, তরুণ শিল্প উদ্যোক্তা সরকার মাসুম, ডিআইএ কর্মকর্তা দেলোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা নুর হোসেন, পাসপোর্টের ডেপুটি ডিরেক্টর তাজ বিল্লাহ, জেল সুপার বজলু, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজীব, অ্যাডভোকেট তাজুল ইসলাম, উত্তরা ফিন্যান্সের ঊর্ধ্বতন কর্মকর্তা শাহীন, ডাক্তার সাইদুর রহমান, সাংবাদিক তারিক আপন, সাংবাদিক ইঞ্জিনিয়ার হাবিব, আইডিয়াল স্কুল মুগদা শাখার সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আতাউর, শিক্ষক বেলায়েত, শিক্ষক দেলোয়ার, গবেষণা কর্মকর্তা মুশফিক প্রান্ত, আইটিপি আল আমিন, মনোহরদীর স্থানীয় সাংবাদিক মোবারক, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবীর, ইঞ্জিনিয়ার মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিচালক মনির হোসেন জীবন, ব্যাংকার একরাম, ব্যাংকার হুমায়ুন কবীর বাদল, ব্যাংকার মাহবুবুর রহমান সোহেল, ব্যাংকার আলতামাসুল ইকবাল, ব্যাংকার মাহবুবুর রহমান, ব্যাংকার গিয়াস, ব্যাংকার সাঈদ, হাফিজুর, ব্যাংকার মোখলেছ, প্রভাষক জাকির, ইঞ্জিনিয়ার ইমরুল হাসান সানা, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, বেক্সিমকোর আইটি বিশেষজ্ঞ তমাল, ইঞ্জিনিয়ার লিপটন, ব্যবসায়ী আজাহার, ব্যবসায়ী শাহজাহান, ব্যবসায়ী কনক তালুকদার, ব্যবসায়ী শিবেল, ব্যবসায়ী মামুন ও অভিনেতা সানি সহ পাঁচ শতাধিক দীপ্যমান স্বপ্নবাজ তরুণ।


সংগঠনটির প্রতিষ্ঠাকাল ১২ আগস্ট, ১৯৮৮ সাল। রমনা পার্কের সবুজ চত্বর থেকে সৃষ্ট; অতঃপর গুলিস্তানের জাতীয় গ্রন্থ কেন্দ্র মিলনায়তনে প্রথম বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ঢাকাস্থ মনোহরদী উপজেলা যুব কল্যাণ সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ। ২৭ সদস্য বিশিষ্ট প্রথম কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে সাংবাদিক শাহজাহান সরদার এবং সৈয়দ নুরুজ্জামান। তারপর বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে ২০০৫-০৬ সাল পর্যন্ত ১১ টি কার্যকরী পরিষদ গঠনে সক্ষম হয়েছে সংগঠনটি। সে বছরই ‘ঢাকাস্থ মনোহরদী উপজেলা যুব কল্যাণ সমিতি’ এর নামের ‘যুব’ শব্দটি বাদ দিয়ে ‘ঢাকাস্থ মনোহরদী উপজেলা কল্যাণ সমিতি’ নামকরণ করা হয়। তারপর নানামুখী কর্মকান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি মনোহরদী উপজেলাবাসীর মধ্যে সেতুবন্ধন হিসেবে যুগান্তকারী সাক্ষর রেখে আসছে। যদিও সাংগঠনিক ধারাকে ব্যাহতকরণে বাঁধা এসেছে বহুবার কিন্তু তার গতি থেমে থাকে নি। তবে ২০১২ সালে ১৬তম বার্ষিক সম্মেলনের পর সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। অবশেষে ১৬ জুন ২০২৩ সালে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির আপ্রাণ চেষ্টায় এবং সকলের সহযোগিতায় ‘জোলাভাতি ২০২৪’ নবীন প্রবীণের মিলনমেলায় পরিণত হয়েছে এক আনন্দময় মহাসমুদ্রে!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন