1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 18, 2024, 10:06 am

রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রায়পুরা প্রতিনিধি
  • পোস্টের সময় Sunday, February 11, 2024
  • 66 বার দেখা হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে অবস্থিত পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা এর সভাপতিত্বর ও সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা: রফিকুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জাজু,বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান,সিনিয়র সহ-সভাপতি নিকচান সরকার, সেচ্ছাসেবকলীগের সভাপতি জহির মিয়া, নরসিংদী জেলা নাসিব এর প্রেসিডেন্ট কে,এম রুস্থম আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব সরকার, সাবেক সাধারণ সম্পাদক এম এ ফকির কাউছার, বর্তমান ছাত্র লীগের সভাপতি আব্দুর রহমান নাহিদ,সহ-সভাপতি হৃদয় সরকারসহ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এসময় উপস্থিত বক্তব্যরা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ঠ্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে। বক্তব্য শেষে গতবছর এ প্লাস পাওয়া ছাত্রছাত্রীদের মাঝে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা: মো: রফিকুল হক এর পক্ষ হতে নগদ অর্থ বিতরণ করা হয়। এবং পর বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন