1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 15, 2024, 10:46 pm

নরসিংদীতে ধর্ষণ মামলায় পুলিশ কন্সস্টেবল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
  • পোস্টের সময় Tuesday, February 13, 2024
  • 85 বার দেখা হয়েছে
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কন্সস্টেবল ইমন মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ হাজারী বাড়ী এলাকায় তরুণীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল ইমন রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার মাহে আলমের ছেলে এবং কিশোরগঞ্জের মিঠামইন থানায় কন্সস্টেবল পদে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ মাস আগে ওই তরুণীর সঙ্গে কনস্টেবল ইমনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সর্ম্পক। পরে ওই তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে একাধিক বার শারীরিক সর্ম্পক করে ইমন। সম্প্রতি দুজনের মধ্যে সর্ম্পকের অবনতি দেখা দেয়। রোববার দেখা করতে প্রেমিকার বাড়িতে আসেন ইমন। পরে পুনরায় শারীরিক মেলামেশা করতে চাইলে তাকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। এ সময় বিয়ে করতে অস্বীকৃতি জানান ইমন। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা মিলে ইমনকে আটক করেন পুলিশের হাতে সোপর্দ করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। এর আগে এক প্রবাসির সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এদিকে কনস্টেবল ইমনও বিবাহিত। তিনি দুই সন্তানের জনক।

এ ঘটনায় সোমবার (১২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তরুনী বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত কনস্টেবলকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী তরুণী বলেন, বিয়ের কথা বলে আমার সঙ্গে একাধিক বার শারীরিক মেলামেশা করেছে ইমন। এখন সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এ ঘটনায় আমি ইমনে বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সাফায়েত হোসেন পলাশ জানান, ইমনকে তরুণীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে গ্রেপ্তারকৃত ইমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন