1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

পলাশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

অরবিন্দ রায়
  • পোস্টের সময় Friday, February 23, 2024
  • 144 বার দেখা হয়েছে

নরসিংদীর পলাশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মধ্য দিয়ে পলাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

ভোরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।

পলাশে শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন ও ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পলাশ উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, ঘোড়াশাল পৌরসভা, পলাশ রির্পোটার্স ক্লাবসহ স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল স্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বলেন, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জানাই আমার শ্রদ্ধা। যারা নিজেদের মায়ের মুখের ভাষার দাবি আদায় করতে গিয়ে রাজপথ রক্তে  রঞ্জিত করেছেন। বীর ভাষাসৈনিকদের অপরিসীম ত্যাগ ও সাহসিকতায় আমরা অর্জন করতে সক্ষম হয়েছি বাংলা ভাষার। বাঙ্গালী জাতি পেয়েছেন  মাতৃভাষা বাংলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন