1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

বেলাব থানার ওসি পেলেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, March 1, 2024
  • 72 বার দেখা হয়েছে

 

আমিনুল হক

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআজিজুর রহমান রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পাওয়ায় ২৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বেলাব প্রেসক্লাব’সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ওসি মোঃ আজিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় ।

২০২৩ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৪ এ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআজিজুর রহমান।

জানা যায়, বিভিন্ন মামলায় আসামী গ্রেপ্তারসহ মামলার মূল রহস্য উদঘাটন, নির্বাচনকালীন নরসিংদীর রায়পুরা ও বেলাব থানায় দৃঢ় ও বিতর্কহীন ভূমিকার মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে পুলিশের  রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়। পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় ওসি মোঃ আজিজুর রহমান বলেন, এই পুরস্কার আমাকে ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। দেশ ও জণগনের সেবা করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছি। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমি যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

উল্লেখ্য-  গত ২৭ফ্রেয়ারী প্রথান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সবমিলিয়ে ৪ শত বিপিএমসহ বিভিন্ন পদক প্রধান করেন। এর মধ্যে ৩৫ জন পেয়েছেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ৯৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পদক দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন