1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত দুই দাবি আদায়ে অনঢ পল্লী বিদ্যুৎ সমিতি, পঞ্চম দিনেও কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা নরসিংদীতে কোল্ড স্টোরেজে প্রায় ১৯ লাখ ডিম মজুদ নরসিংদীর দুই উপজেলায় কাপ-পিরিচের জয় কাপাসিয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, ২ ঘন্টায় ৮% ভোট পড়েছে কুষ্টিয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালীন কাউন্সিলরসহ ৩জন আটক পাশাপাশি দুই কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষ, ক্যাম্প ভাঙচুর, আহত ২ চাকরিতে ঢোকার বয়স বাড়ালে লাভ-ক্ষতি কী হবে প্রধানমন্ত্রীর প্রশ্নের কী জবাব দেবে যুক্তরাষ্ট্র? নির্বাচনী ক্যাম্পে হামলা ভাংচুর, ইউপি চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

উপজেলা নির্বাচনে শিবপুরে আওয়ামী লীগের প্রার্থীরা সরব বিএনপি নীরব

শেখ মানিক:
  • পোস্টের সময় Sunday, March 3, 2024
  • 150 বার দেখা হয়েছে

ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচন। মার্চে ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল। এবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ নেই আওয়ামী লীগের প্রার্থীদের। ফলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতাকর্মীদের সাথে। ব্যানার, পোস্টার, ফেস্টুন টানিয়ে ও গনসংযোগ করে এলাকায় চালিয়ে যাচ্ছেন প্রচারণা তারা। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে বিএনপির অবস্থান এখনও পুরোপুরি পরিষ্কার নয়। কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় নিরব রয়েছে তারা।

ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগের অনেক নেতার নামে নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন শুরু হয়েছে সর্ব সাধারণের মধ্যে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই যোগাযোগ রক্ষা করে চলেছেন। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরব হয়ে উঠেছে। শিবপুর  উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত  চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  তাপসী রাবেয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি সামসুল আলম ভূইয়া রাখিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি শামসুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মিণী ফেরদৌসী ইসলাম। কেন্দ্রের নির্দেশনা পেলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বিএনপির সমর্থিত প্রার্থীরা।বিএনপি দলীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করলে সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  ভিপি তোফাজ্জল হোসেন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের আলোচনা এখন পথে-ঘাটে ও চায়ের দোকানে। কে হবেন শিবপুর  উপজেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান? সবাই এখন সেই শুভক্ষণের অপেক্ষায় রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন