1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় নিহত ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্য আহাসান তানভীর পিয়াল পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

রায়পুরা সাব-রেজিষ্ট্রি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি; দলিল গ্রহীতারা ভোগান্তির শিকার

তাছলিমা আক্তার, রায়পুরা থেকে
  • পোস্টের সময় Wednesday, March 6, 2024
  • 69 বার দেখা হয়েছে

দুর্নীতি আর শোষনের আখড়ায় পরিণত হয়েছে রায়পুরা সাব-রেজিষ্ট্রি অফিস। রায়পুরায় সাব-রেজিষ্ট্রার ও দলিল লেখক সমিতি সম্মিলিত ভাবে ব্রিটিশদের ন্যায় শোষন করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। জানা যায়, ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা রায়পুরা। জমি রেজিস্ট্রি করতে প্রথমে জমির মূল্যের উপর সরকারী কোষাগারে নির্ধারিত ফি ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে জমাদানের পর দলিলটি রেজিষ্ট্রির লক্ষ্যে এজলাসে উপস্থাপন করা হয়। দলিলটির জমির মূল্য, সরকারী ফিসাদি ও প্রয়োজনীয় কাগজপত্র অফিস সহকারী নিয়ম মাফিক চেক করার কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, অফিস সহকারিকে কোন কাজকর্ম না করিয়ে অফিসে স্থানীয় এ্যাকষ্ট্রা মোহরার ও অফিস সহায়ক লিটন যাবতীয় কাজকর্ম সম্পন্ন করেন। সাব- রেজিস্টার দলিল লেখক সমিতির যোগ সাজসে লাখ প্রতি ১০০ টাকা দলিল প্রতি সেরেস্থা বাবত ৩৫০০-৫৫০০ টাকা। ক্ষেত্রে ভেদে যা কয়েকগুণ বৃদ্ধি পায়। এছাড়া অফিস ফি এর নাম করে দলিল গ্রহীতার কাছে অতিরিক্ত আরও ২০০০ টাকা হাতিয়ে নেন। যা পরবর্তীতে কোরবানির ঈদের পূ্র্ব মূহুর্তে দলিল লেখকরা এককালীন উত্তোলন করেন। আর এই সব লেনদেন হয় অব. মোহরার শৈলাস বাবু ও অফিস সহায়ক লিটন মিয়ার মাধ্যমে। এই হিসেবে দৈনিক লক্ষাধিক অবৈধ টাকা লেনদেন হচ্ছে। শুধুমাত্র সাফ-কবলা ও হেবা ঘোষণা ও দানের ঘোষণা, বায়না, এই শ্রেণির দলিলের ক্ষেত্রে এ লেনদেন হয়। বাকী অন্যসব এওয়াজ, বিলএওয়াজ হেবা, আম মোক্তার, বণ্টন, চুক্তিসহ দলিল লেখক সমিতি এবং এস.আর’র সহিত গোপন বৈঠকের মাধ্যমে বে-সরকারী ফি নির্ধারন করে নিতে হয়। যা পরবর্তীতে তুলে ধরা হবে। অবিকল নকলের ফি সরকারীভাবে প্রতি পাতা ৭৫ টাকা করে ৫ পাতা একটি দলিলে ৩৭৫ টাকা, রেভিনিউ স্ট্যান্ড বাবদ ২০০ টাকা, জরুরী দলিলের ক্ষেত্রে আরও ৫০ টাকা অতিরিক্ত ফি সহ মোট ৬২৫ থেকে ৭০০ টাকা হলেও সর্বনিম্ন ২০০০ টাকা। এর উপরে যার কাছ থেকে যত নিতে পারে। দৈনিক ৫০-৭০ টি অবিকল নকল দলিল বাবদ সেই ক্ষেত্রে প্রায় ৮০ হাজার টাকা অবৈধ লেনদেন হয়। অফিস সহায়ক লিটন, মোহরার শৈলাস বাবু, রায়পুরা দলিল লেখক সমিতি ও সাব রেজিস্ট্রার এই অবৈধ টাকা ভাগ বন্টণ করে নিচ্ছেন। এতে করে সাব রেজিষ্ট্রার, দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, অফিস ষ্টাফরা দিন দিন আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। অপর দিকে জমির ক্রেতা ও বিক্রেতাগণ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। রায়পুরা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মোতালেব মিয়ার সাথে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করলে প্রতিবেদকের পরিচয় জানার পর পরে কথা বলবে বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন তিনি। রায়পুরার সাব-রেজিস্ট্রার জবা মন্ডল এ ব্যাপারে বলেন, আসলে এমন একটি অভিযোগ আজও পর্যন্ত কোন দাতা গ্রহীতা আমার কাছে করেনি। অথচ আমার দরজা সব সময় সবার জন্য খোলা রয়েছে। যে কেউ চাইলেই আমার সাথে এসে কথা বলতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন