1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

নরসিংদী নুরানী মডেল মাদরাসায় ২১ জন হাফেজ-হাফেজাকে পাগড়ী ও হিজাব প্রদান

মোঃ জসিম উদ্দিন:
  • পোস্টের সময় Wednesday, March 6, 2024
  • 79 বার দেখা হয়েছে

নরসিংদী নুরানী মডেল মাদরাসা থেকে এ বছর ২১ জন ছাত্র ছাত্রী হাফেজ-হাফেজা হয়েছেন এই ২১ জন হাফেজ-হাফেজাকে পাগড়ী ও হিজাব প্রদান করা হয়েছে এবং এ ২১ জন হাফেজ হাফেজাকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের সাথে মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষা প্রদান ও প্রচার প্রসারে এয়াহিয়া ইদ্রিছকে, সহি শুদ্ধ ভাবে আল কুরআন তিলাওয়াত করার জন্য আমেনা বেগমকে ও ইসলামী শিক্ষা বিস্তারে নরসিংদী জেলায় বিশেষ অবদান রাখায় মাওলানা মুফতি আবদুল জলিলকে সংবর্ধনা প্রদান করাহয়। সংবর্ধিত হাফেজ-হাফেজা ও সংবর্ধিত ৩ জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ মহতী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এটিএন বাংলার ইসলামী আলোচক অধ্যাপক নুরুল ইসলাম মাক্কী। প্রধান আলোচক ছিলেন ঢাকার গোপীবাগ রেলওয়ে বারাক জামে মসজিদ এর খতিব মাওলানা আবুল হাসেম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী নুরানী মডেল মাদরাসার পরিচালক জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ আবদুল লতিফ খান। উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ওলামা এলাকার গন্যমান্য ব্যক্তিগন। হাফেজ-হাফেজাগনের অভিভাবক, পিতা-মাতা ও নুরানী মডেল মাদরাসার সকল শিক্ষকগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন