1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 19, 2024, 10:31 pm
সর্বশেষ সংবাদ
নরসিংদী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময়

ঘর পাচ্ছে ‘১০০ টাকার’ সেই গোলকিপার

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, March 13, 2024
  • 83 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সাফ অনূর্ধ্ব-১৬ জয়ী বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক ইয়ারজান বেগমের জরাজীর্ণ থাকার ঘরে নেই কোনো আসবাবপত্র, বাড়িতে নেই ভালো টয়লেট ব্যবস্থাও। ইয়ারজানের বাবা অসুস্থ, দিনমজুর মায়ের আয়েই চলে তাদের চার সদস্যের সংসার। এ অবস্থায় পরিবারটিকে থাকার উপযোগী ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক।

 

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জেলা প্রশাসক জহুরুল ইসলাম ইয়ারজানের বাড়িতে গিয়ে তার বাবা-মার সঙ্গে সাক্ষাৎ শেষে এ আশ্বাস দেন। এসময় উপহার হিসেবে নগদ টাকাও তুলে দেন তাদের হাতে।

 

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারানো সম্ভব হয়েছে গোলরক্ষক ইয়ারজানের দারুণ দক্ষতায়।

 

জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রামে ইয়ারজানদের বাড়ি। সড়কের পাশেই ছোট ছোট দু’টি ঘর তাদের। এরমধ্যে একটি ঘর একেবারেই জরাজীর্ণ। একপাশে ছাউনির টিনগুলো খুলে গেছে। সেই ঘরের শোকেজে সাজানো আছে ইয়ারজানের সাফল্যের ক্রেস্ট এবং ট্রফি।

 

ইয়ারজান বেগমের বাবা আব্দুর রাজ্জাক শারীরিকভাবে অসুস্থ। জীবিকার জন্য কাজ করতে পরেন না । পরিবারটি চলে ইয়ারজানের মা রেনু বেগমের আয়ে। সারা দিন মাঠে অন্যের জমিতে কাজ করেন তিনি।

 

নেপালের মাঠে ভুটানের বিপক্ষে ইয়ারজানের খেলার দিন জীবিকার তাগিদে অন্যের বাদাম ক্ষেতে কাজ করছিলেন রেনু বেগম। শুধু একটা ম্যাচ নয় পুরো টুর্নামেন্টজুড়ে তিনি কাজ করেছেন পাশের গ্রামের কৃষিজমিতে।

 

নিজের জীবন সংগ্রাম নিয়ে রেনু বেগম জানালেন, ‘‘ সবাই বলছিল আমার মেয়ে ভালো খেলছে। কিন্তু আমাদের বাড়িতে টিভি নেই। খেলা দেখব কীভাবে?  সারা দিন কাজ করে বাড়ি ফেরার পর প্রতিবেশীদের ফোনে একটু খেলা দেখি। মানুষের কৃষিজমিতে কাজ করে দিনে ২৫০ টাকা মজুরি পাই। মেয়েকে দেই ১০০ টাকা। বাকি ১৫০ টাকায় সংসার চলে। এই ১০০ টাকাতেই আল্লাহর মেহেরবানিতে জাতীয় দলের গোলরক্ষক হয়ে উঠেছে মেয়েটা।’’

 

বাংলাদেশ জাতীয় দলের মেয়েরা দেশে ফেরার পর পঞ্চগড়সহ বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন সাফের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পাওয়া ইয়ারজানদের বাড়িতে। তাদের মিষ্টিমুখ করানোর সামর্থ্য বা বসতে দেওয়ার মত চেয়ারও নেই পরিবারটির।

 

সড়কের পাশের ছোট্ট দুটি ঘরে বসবাস তাদের। একটি ঘর একেবারে জরাজীর্ণ, এক পাশে ছাউনির টিনগুলোও খুলে গেছে। এমন একটি পরিবার থেকে দিনে মাত্র ১০০ টাকা খরচ করে গোলরক্ষক হয়ে উঠেছেন ইয়ারজান।

 

নিজের গ্রাম থেকে ১২ কিলোমিটার দূরের টুকু একাডেমিতে ফুটবল শিখেছেন ইয়ারজান। এত দূর যাওয়ার মত রিকশা ভাড়াও ছিল না তার। তাতে সাহায্য করেছেন একাডেমিটির স্বত্বাধিকারী টুকু রেহমান। ভালো মানের খাবার, দামি বুট-এসব তো আকাশ কুসুম কল্পনা। কখনও অভুক্তও থাকতে হয়েছে দুপুরে বা রাতে।

 

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আমরা দেখেছি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবার নেপথ্যে সবচেয়ে বেশি অবদান ইয়ারজানের। ইয়ারজান আমাদের সন্তান, সে আমাদের পঞ্চগড়ের মুখ উজ্জ্বল করেছে। আমরা সবসময় তার পরিবারের পাশে আছি।’

 

ইয়ারজানকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছে  পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা)। তিনি লিখেছেন, ‘‘তুমি আমাদের সম্মানিত করেছ ইয়ারজান! পঞ্চগড়বাসী গর্বিত..’’।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন