হলধর দাস
গত শনিবার (১৫ জুলাই) আনন্দঘন পরিবেশে ড্রিম হলিডে পার্কে নরসিংদী প্রেস ক্লাবের ঈদ পুণর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এ. এম. ফজল-ই-খুদা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি সোহাগ হোসেন ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের বক্তব্য রাখেন নরসিংদী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, সাংবাদিকরা হলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের আজকের এই মিলন মেলায় আমি অভিভূত। নরসিংদীতে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এটাকে একটি অপরাধমুক্ত আদর্শ জেলায় পরিণত করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে সরকারের মিশন ভিশন বাস্তবায়নে দেশকে এগিয়ে নিয়ে যাই। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লটারি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। লটারিতে ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমন টিকেট হিসেবে প্রথম পুরস্কার লাভ করেন সাংবাদিক বেনজির আহমেদ বেনুর সহধর্মিণী। দ্বিতীয় পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট লাভ করেন সাংবাদিক মনজিল এ মিল্লাতে স্ত্রী। এছাড়াও লটারিতে ২০টি পুরস্কার প্রদান করা হয়। লটারি ছাড়াও ভাবীদের জন্য এবং পরিবারের শিশু কিশোরদের জন্য খেলার আয়োজন ছিল। ছিল আকর্ষণীয় পুরস্কার। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, ১৫ জুলাই ৩০তম বিবাহ দিবস উপলক্ষে ক্লাবের সিনিয়র সদস্য শিক্ষক-সাংবাদিক হলধর দাস দম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ক্লাবের ৪০ জন সদস্য পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী জমজমাট আনন্দ উৎসবের মিলন মেলায় মেতেছিল।
Leave a Reply