1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 7, 2023, 4:24 pm

মহাসড়কে সবজির বাজার বসায় তীব্র যানজট

Reporter Name
  • Update Time : Monday, August 21, 2023
  • 76 Time View

বেলাব প্রতিনিধি: মহাসড়কে সবজির হাট বসায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে জুড়ে। যানজটের কবলে পড়ে ভোগান্তিতে পড়ছে দূরপাল্লার গাড়ির যাত্রী ও চালকরা। ঘটনাটি বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকার। সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার এই তিন দিন বসে বারৈচা সবজির হাট।দেশের বৃহত্তম এ হাটে বেলাব ও রায়পুরা উপজেলার বিভিন্ন চাষীরা তাদের উৎপাদিত সবজি বিক্রির জন্য নিয়ে আসে এ হাটে। কিন্তু দীর্ঘদিন ধরেই বারৈচা বাজারের পরিবর্তে সবজির হাট বসে ঢাকা সিলেট মহাসড়কে। এছাড়া ও শিবপুর, মরজাল, গোকুল নগর বাজারেও সবজির হাট বসে মহাসড়ক ঘিরে। মহাসড়ক ঘিরে সবজি
বাজারগুলো হওয়ায় অনেক সময় ঢাকা সিলেট মহাসড়কে দেখা দেয় তীব্র যানযট। যানজটে দুরপাল্লার যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়তে হয় এসব গাড়ির চালক ও যাত্রীদের।

জানা গেছে, নরসিংদী জেলার সবচেয়ে বড় পাইকারী সবজির হাট বারৈচা বাজার শিবপুর বাজার ও লটকনের সবচেয়ে বড় বাজার মরজাল এলাকায়। এসব বাজারগুলো বেলাব ও রায়পুরা উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশাপাশি পরপর তিনটি বাসস্ট্যান্ডে অবস্থিত। বারৈচা ও শিবপুর বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শিবপুর বাজারের ভিতরে সবজি কেনাবেচার জন্য পর্যাপ্ত স্থান থাকলেও বারৈচা ও মরজাল বাসষ্ট্যান্ড বাজারের ভিতরে সবজি ও লটকন কেনাবেচার পর্যাপ্ত জায়গা নাই। পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ক্রেতা বিক্রেতারা ইচ্ছে করেই মহাসড়কে সবজি ও লটকনের হাট বসায়। গত শুক্রবার সকালে বারৈচা বাজারে গিয়ে দেখা যায় মহাসড়কে সবজি ক্রেতা বিক্রেতা ও সবজি বোঝাই ভ্যানের কারণে মহাসড়কের উভয় পাশে দেখা দিয়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট। এছাড়াও মহাসড়কের ফুটপাতে ভ্রাম্যমান বিভিন্ন দোকানি, মহাসড়কের সংযোগ সড়ক বেলাব ও রায়পুরা সড়কের প্রবেশ পথে সিএনজি অটো রিক্সা পার্কিং করার কারণেও যানযটের সৃষ্টি হয় বলে অভিযোগ করেন কয়েকজন পথচারী।
এ বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বাজারের ভিতরে সবজি কেনাবেচার জন্য স্থান কম থাকায় ক্রেতা বিক্রেতারা মহাসড়কে উঠে যায়। একই চিত্র সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার শিবপুর বাজারেও। বারৈচা বাজার হতে প্রায় ১ কিলোমিটার সামনে শিবপুর বাজারের অবস্থান। এ বাজারটিতেও মহাসড়কে জমে সবজির হাট। অন্যদিকে মরজাল বাসষ্ট্যান্ড বাজারে প্রতিদিনই মহাসড়কে বসে লটকনের বিশাল হাট। ভোর থেকে সকাল ১১টার আগেই শেষ হয়ে লটকন কেনাবেচা। ভোরে গেলে দেখা যায় এ বাজারে ঢাকা সিলেট মহাসড়কে হাজার হাজার লটকন চাষী রিক্সা ও ভ্যানে করে লটকন নিয়ে আসে বিক্রির জন্য। মহাসড়কে প্রতিদিনই থাকে লটকন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভীড়। তবে মরজাল বাসস্ট্যান্ড এলাকায় সবচেয়ে বেশি মহাসড়কে হাট বসে লটকনের মৌসুমে। এ সকল হাট দীর্ঘদিন ধরে মহাসড়কে বসলেও বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের মধ্যে মহাসড়ক হতে বাজার স্থানান্তরের কোন পদক্ষেপই লক্ষ্য করা যায়নি। যানজটে আটকে পড়েছেন সিলেটগামী শ্যামলী পরিবহনের চালক পাশা মিয়া। তিনি বলেন প্রায় ১ ঘন্টা ধরে যানযটে আটকে আছি। সপ্তাহের সোম বুধ ও শুক্রবার এখানে যানজট লেগেই থাকে। পথচারী দুলাল মিয়া বলেন, মহাসড়কে এত বেশি ক্রেতা বিক্রেতা ও ভ্যানের ভীড় থাকে মহাসড়ক পার হয়ে ওপারে যেতেও কষ্ট হয়। এখানে নেই কোন ট্রাফিক পুলিশ। নেই কোন ওভার ব্রীজ।
বারৈচা বাজার কমিটির সভাপতি ও চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সম্রাট বলেন, মহাসড়ক থেকে রায়পুরা বেলাব সংযোগ সড়কের প্রবেশ দ্বারে সিএনজি অটো পার্কিং করে রাখা হয়। আমরা এজন্য বারৈচা বাসস্ট্যান্ডে আরেকটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। ওই সড়কে সিএনজি ও অটোরিক্সা স্থানান্তর করা গেলে মহাসড়কে যানযট কমে আসবে বলে আমার বিশ্বাস।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, আমরা বারৈচা বাসস্ট্যান্ড বাজারে যানজটের কিছু কারণ বের করেছি। এখানে ফুটপাতগুলো দখল করে অস্থায়ী দোকান দিয়েছে কিছু লোক, সিএনজি ও অটোরিক্সা চালকরা সড়ক দখল করে তাদের গাড়ি পার্কিং করছে। এছাড়াও সবজি ক্রেতা বিক্রেতারা মহসড়কে সবজি বিক্রি কেনাবেচা করছে। এসব কারণে আমরা অতি শীঘ্রই বারৈচা বাজারে অভিযান পরিচালনা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category