রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনে দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস থামার পর তাতে উঠতে হুমরি খেয়ে পড়েন যাত্রীরা। উপস্থিত বেশি ভাগ যাত্রী ছিলেন তিতাস কমিউটার ট্রেনের। ঢাকায় রেলের অস্থায়ী শ্রমিকদের অবরোধে কারণে শিডিউলে বিপর্যয় ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় ছেড়ে যাওয়া ট্রেনগুলো পুনরায় ফিরে আসেনি। তাই যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এদিকে রাজধানীর মালিবাগে লেভেল ক্রসিংয়ে অস্থায়ী রেল শ্রমিকদের অবরোধ তুলে নিলেও শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রী ঢাকা থেকে সময় মতো ফিরতে পারেননি।
মো. নুরে আলম জানান, চট্টগ্রাম যাওয়ার জন্য অনলাইনে টিকিট কেটেছেন তিনি। কিন্তু হঠাৎ রেল শ্রমিকদের অবরোধের কারণে সময় মতো ঢাকা থেকে চট্টলা এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে আসতে পারেনি। এতে দীর্ঘ সময় ধরে স্টেশনে অপেক্ষা করছেন বলে জানান তিনি।
অবরোধ তুলে নেওয়ার সংবাদে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকাগামী যাত্রীরা। এর আগে যাত্রীরা শঙ্কায় ছিলেন ঢাকা গিয়ে আবার বাড়িতে ফিরতে পারবেন কিনা।
মেথিকান্দা স্টেশন মাস্টার হেলাল হোসেন ভূঁইয়া বলেন, সকালে তিতাস কমিউটার, এগারোসিন্ধুর ও দুপুরে চট্টলা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে মেথিকান্দা স্টোশন ছেড়ে গেছে। তবে সকালে ঢাকায় প্রবেশ করা ট্রেনগুলো শ্রমিকদের অবরোধের কারণে ফিরতে পারেনি। এতে শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন।
Leave a Reply