1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 8, 2023, 9:59 am

নরসিংদীতে কিংবদন্তির রাজনীতিক সামসুদ্দীন আহমেদ এছাক এর ৮৩তম জন্ম বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, September 5, 2023
  • 186 Time View

সংবাদদাতা: গত পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার নরসিংদীর কিংবদন্তির রাজনীতিক সামসুদ্দীন আহমেদ এছাক এর ৮৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তার পরিবার, রাজনৈতিক কর্মী, সমর্থক এবং এছাক ভক্তবৃন্দের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উল্লেখ্য, ১৯৪১ সালের ১ সেপ্টেম্বর নরসিংদীর বৌয়াকুড় গ্রামে জন্মগ্রহণ করেন সামসুদ্দীন আহমেদ এছাক। পিতা মরহুম মোল্লা মোসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা নূর খাতুন বেগমের দুই মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

সামসুদ্দীন আহমেদ এছাক ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, লেখক, গীতিকার-সুরকার, নাট্যকার এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৬৮ সালে শ্রমিক সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। ৬৯’ এর আইয়ুব বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য শ্রমিক নেতায় ভূষিত হন এছাক। ১৯৭১ সালে কমান্ডার মীর এমদাদ, হারু সাহা এবং কাশেম সাহেব এর সংস্পর্শে থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে শ্রমিক নেতা বা শ্রমিক থাকা অবস্থায় জনগণের ভোটে নরসিংদী পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৪ সালের পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সাল, মধ্যবর্তী ও ২০০১ সালের নির্বাচনেও একই ধারাবাহিকতায় সংসদ সদস্য নির্বাচিত হন। নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপিরও। তার নেতৃত্বে নরসিংদী এলাকা বিএনপির ঘাঁটিতে পরিণত হয়েছিল। রাজনৈতিক জীবনের পাশাপাশি নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনেও বিচরণ ছিল সামসুদ্দীন আহমেদ এছাকের। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের একজন তালিকাভুক্ত সুরকার ও গীতিকার ছিলেন তিনি। তার নিজের গড়া “প্রতিভা শিল্পী গোষ্ঠী” নিয়মিত টিভি ও বেতারের অনুষ্ঠানে অংশগ্রহণ করতো। “শেষ উপহার” চলচ্চিত্রে তার লেখা ও সুর করা-চিরদিন তোমাকে ভালবেসে যাব গানটি জাতীয় পুরষ্কারের জন্য মনোনীত হয়। আমৃত্যু তিনি লিখেছেন অসংখ্য গান, রচনা করেছেন নাটক, ছিলেন নাট্য নির্দেশনায়। প্রতিষ্ঠা করেন সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমী, চিত্তবিনোদন কেন্দ্র আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানা, প্রকাশ করেন সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকা। আমৃত্যু ন্যায় বিচারের জন্য সাধারণ মানুষের খুব আস্থাভাজন ছিলেন সামসুদ্দীন আহমেদ এছাক। ২০০৫ সালের ২৭ মার্চ বহুমুখী প্রতিভার অধিকারী, শ্রমিক নেতৃত্বের বলিষ্ঠ উদাহরণ, ধর্ম-বর্ণ নির্বিশেষে নরসিংদীর আপামর জনসাধারণের নেতা সামসুদ্দীন আহমেদ এছাকের জীবনাবসান ঘটে।


২০১৬ ফেব্রুয়ারি বই মেলায় হাজেরা রিতার সংকলনে “আরশীনগর” নামে তার লেখা একটি গানের বই প্রকাশ করেছে সম্প্রীতি প্রকাশ। এছাড়া প্রকাশিত হয়েছে সাংবাদিক সুমন কুমার দাশ সম্পাদিত ‘এছাক-সঙ্গীত’, ২০১৮ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মু. নাছিবুর রহমান খান সম্পাদিত ‘সামসুদ্দীন আহমেদ এছাক এর জীবন দর্শন ও রচনা নিদর্শন’। বইটি প্রকাশ করেছে লাবনী প্রকাশনী। এছাড়াও এছাককে নিয়ে বেশ কয়েকজন লেখকসহ এছাকের লেখা পা-ুলিপি থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে একাধিক গ্রন্থ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category