1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 3, 2023, 7:33 am
সর্বশেষ সংবাদ
ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প নূর চৌধুরীর প্রত্যর্পণ কি অসম্ভব? জলবায়ু বিপর্যয় রোধে লড়াইয়ের দায়িত্ব ভুক্তভোগীদের হাতে দেওয়ার আহ্বান বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্টের মেমোর প্রভাব নিয়ে আলোচনার গুরুত্ব ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাদের বাড়ি বাড়ি হামলার গুজব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকার জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন বিএনপির হরতাল-অবরোধে ৫১৯টি যানবাহন ও স্থাপনায় আগুন-ভাঙচুর সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ? কারণটা কী?

উন্নয়নবিরোধী প্রচারণায় বিএনপি-জামায়াত

Reporter Name
  • Update Time : Sunday, September 10, 2023
  • 117 Time View

 

 

মিনার সুলতান

 

গণতান্ত্রিক দেশে সরকারের মন্দ কাজের সমালোচনা করে বিরোধীদল। আবার সরকারের ভালো কাজের প্রশংসাও করে। শুধু ব্যতিক্রম বাংলাদেশে। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরে কোনো ইতিবাচক পদক্ষেপ চোখে পড়েনি বিএনপি-জামায়াত জোটের। পদ্মাসেতুর নির্মাণটা শেখ হাসিনা সরকারের একটি বড় সাফল্য। যারা আওয়ামী লীগের সমালোচক, তারাও এটিকে ইতিবাচকভাবে দেখেছেন। শুধু ব্যতিক্রম বিএনপি। এ অর্জনকে স্বীকৃতি না দিয়ে নেতিবাচক রাজনীতি করেছেন বিএনপির নেতারা। শুধু সমালোচনা করে শান্ত থাকেনি, উন্নয়ন প্রকল্প নিয়ে রীতিমত গুজব-অপপ্রচার চালিয়েছে দলটি।

 

যুদ্ধাপরাধের বিচার নিয়ে অপপ্রচার

২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী  যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হয়। আওয়ামী লীগ সরকারের এই উদ্যোগকে ব্যর্থ করে দিতে সব ধরণের চেষ্টা চালায় বিএনপি-জামায়াত। বিভিন্ন অপপ্রচার লোকমুখে ছড়ানো হয়, টিভি টকশোতেও যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপিকে মিথ্যাচার করতে। তারা বলেছে- “যুদ্ধাপরাধীর বিচার করবে বলে তো ইলেকশন জিতছে, বিচার আর করবে না”, “আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো করছে, যুদ্ধাপরাধীদের বিচার আর করবে না”

“ইলেকশনে যেনো না আসতে পারে সেটা নিশ্চিত করতে যুদ্ধাপরাধীদের গ্রেফতার করছে”, “রায় তো দিইয়েছে, কিন্তু সাজা আর দিবে না”, “ফাঁসি তো একটা দিয়ে ভয় দেখিয়েছে, বাকিগুলা সমঝোতা করবে”।  এরপর যখন সব যুদ্ধাপরাধীর বিচার হয়ে গেল, তখন তারা অপপ্রচার চালালো- ‘যুদ্ধাপরাধীদের বিচারের নামে আসলে বিরোধীদলকে পঙ্গু করার পরিকল্পনা করেছে সরকার’।

 

পদ্মাসেতু নিয়ে গুজব

প্রতিটা অর্জনের ক্ষেত্রে বিএনপির অবিশ্বাসের সুর থাকে, অপপ্রচার থাকে।  যেমন পদ্মা সেতুতে দুর্নীতির ভুয়া অজুহাতে যখন বিশ্বব্যাংক আর এনসি লাভলিন চলে গেলো, আদালতে মামলা হলো, মামলা শেষে কোন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলো না। অথচ ২০১২ সাল থেকে বিএনপি একের পর এক পদ্মাসেতু নিয়ে সরকারকে দোষ দিয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও  বলেছেন, জীবনেও এই সরকার পদ্মাসেতু করতে পারবে না। যখন নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরির ঘোষণা আসল তখন সরকারকে আরও বেশি কটাক্ষ করলো জামায়াত-বিএনপি।  এরপর তৈরি হলো স্বপ্নের পদ্মা সেতু। এর খরচ শুরু হলো নতুন অপপ্রচার।  অথচ পদ্মা পৃথিবীর খরস্রোতা নদীর একটি।  এই সেতু করতে গিয়ে প্রকল্পের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানই বলেছে যে, পাইলিং গভীরতা বেশি, অনেক জায়গায় নিচে মাটি অনেক নরম। তাই অনেক গভীরে পিলার বসাতে হয়েছে। পিলার করতেই এত বেশি টাকা লেগেছে।  উদ্বোধনের পর টোল বেশি এটা নিয়েও তারা হৈচৈ করেছে অথচ সেই রুটে চলাচল করা বাস বা সাধারণ যাত্রীরা এই টোলকে বেশি বলছেন না। তারা আনন্দে পদ্মাসেতু দিয়ে পারাপার করছেন কিন্তু সমস্যা শুধু বিএনপির! এসব যুক্তি বিএনপি জামায়াতকে দিয়ে লাভ নেই কারণ তাদের কাজ হচ্ছে উন্নয়নবিরোধী অপপ্রচার।

 

এখন দেখি বিএনপি নেতারাও পদ্মাসেতুতে যায়, সেলফি তোলে অর্থাৎ উন্নয়নের সুবিধাভোগী হয়েছেন তারা তাহলে এতো বিরোধীতা এবং অপপ্রচার কেনো করা হয়েছিলো! আবার যখনই উন্নয়নে শেখ হাসিনার প্রশ্ন আসবে সাথে সাথেই অবদানের বিষয়টা পাশ কাটিয়ে যায়! মোট কথা এরা সব কিছুই ভোগ করবে, চেটেপুটে খাবে, কিন্তু রাধুনির প্রসংশা করতে এরা নারাজ।

 

বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার

এমনটা দেখা গেছে বিদ্যুতের ক্ষেত্রেও। ৩৫০০ মেগাওয়াট বিদ্যুতের দেশে এখন ১৫ হাজার মেগা বিদ্যুৎ উৎপন্ন  হয়, ভবিষ্যতের চাহিদা আর উন্নয়নের কথা বিবেচনা করে ২৮০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে ২০২৭ সালের মধ্যে। উৎপাদন চলছে, কৃষি সেচ চলছে, লোডশেডিং নেই আগের মতো, এই সুবিধা ভোগ করার বদলে মাথা ব্যাথা হয়ে দাঁড়ালো সরকার আমাদের ট্যাক্সের টাকায় বসিয়ে বসিয়ে কতো ক্যাপাসিটি চার্জ দিলো।  প্রতিদিন গড়ে ৮ হাজার মেগা হিসাবে গত ১৪ বছরে ৪০ হাজার গিগা ওয়াট বিদ্যুৎ দিলো যেই সকল বেসরকারী প্রতিষ্ঠান, সেই বিদ্যুতের হিসাব না করে এই সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান কে কতো পাচ্ছে তা নিয়ে তাদের অপপ্রচার।  কিছু গণমাধ্যম এই অবিশ্বাস সন্দেহ উষ্কে দিচ্ছে, সার-বিদ্যুতের দাবিতে কেউ মরে নি, হারিকেন নিয়ে কেউ মিছিল করে নি, এরচেয়ে বড় বিষয় তাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে কেন সামিট গ্রুপরা কোটিপতি হলো। এগুলো সবই আসলে অবদান অস্বীকার করে জনমানুষের নজরকে ভিন্নদিকে সরানো।

 

এক্সপ্রেসওয়ে নিয়ে অপপ্রচার

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলো। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তায় প্রতিমিনিটে যেখানে শত শত গাড়ি জ্যামে বসে থাকতো, সেই জ্যাম থেকে এখন একটা বড় সংখ্যক প্রাইভেট কার, মালবাহী ট্রাক বাসকে সরিয়ে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। জ্যাম আরো কমবে যখন সম্পূর্ণ এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে। কিন্তু এতেও বিএনপির সমস্যা! তারা বলছে, এতে নাকি আরো জ্যাম বেড়েছে, এটা নাকি বড়লোকের রাস্তা! অথচ বাস মালবাহী ট্রাকও যাবে তাহলে এটা বড়লোকের রাস্তা হয় কিভাবে?  আর সেই পুরাতন বক্তব্য খরচ বেশি হয়েছে প্রকল্পে! ভারতে কম আমাদের এখানে বেশি খরচ এমন বক্তব্যও দেয়া হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের যে খরচের উদাহরণ দেয়া হচ্ছে তা নির্মাণসাল আর বর্তমান তো এক না সেটা ভুলে গেলে চলবে না।

 

মেট্রোরেল নিয়ে মিথ্যাচার

উত্তরা থেকে গণমানুষের জন্য শুরু হলো মেট্রোরেল প্রকল্প। এই প্রকল্প নিয়ে খুশি হওয়া বদলে বিএনপি চিন্তায় পরে গেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দিয়ে মেট্রো গেলে ছাত্রদের পড়াশোনায় মনযোগ দিতে অসুবিধা হবে,সোহরাওয়ার্দী উদ্যানে পাখিদের প্রজননে সমস্যা হবে।  হায় বিএনপি! মানুষ হত্যাই যাদের রাজনৈতিক সৌন্দর্য ছিলো তারা কিনা পাখির প্রজনন নিয়ে চিন্তিত! মন্থুরার মুখে শুনি এ কী কথা!

 

রামপাল রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে অপপ্রচার

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লাবাহী জাহাজ আসলে সুন্দরবনের বাঘ আর মাছের প্রজনন বাধাগ্রস্থ হবে। রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের কারণে এসিডরেইন হবে। আশেপাশে চাষযোগ্য কোন জমি থাকবে না, সবুজের বদলে সব ধূসর হয়ে যাবে। এই রামপালের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে দুই বছর হলো, অথচ সুন্দরবনে বাঘেদের সংখ্যা শেষ শুমারিতে বেড়েছে। রামপাল বিদ্যুৎ প্রকল্পের আশেপাশে এখনও সবুজ বিলীন হয়ে যায়নি!

 

একই বিরোধীতা দেখা গিয়েছিলো, রুপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়েও। পারমাণবিক বিষক্রিয়ায় নাকি আশেপাশের জনজীবন বিপর্যস্থ হয়ে যাবে, মানুষের মাঝে অসুস্থতা দেখা দেবে, বংশ নির্বংশ হয়ে যাবে।  যদিও এমন কোন উদাহারণ তাবৎ বিশ্বে গড়ে ওঠা পরমাণু বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে শোনা যায়নি। তবুও এসব তত্ত্ব প্রচলিত হয় বিএনপির হাত ধরে। বাংলাদেশের প্রতিটি উন্নয়ন কাজেই বিএনপি-জামাত অপপ্রচারে লিপ্ত থাকে। গুজবই এখন বিএনপির সবচেয়ে বড় রাজনীতি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category