হলধর দাস
নরসিংদী’র রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সমাপ্তি ঘটেছে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)। মেঘনা নদী পরিবেষ্টিত উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালী, মা সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এর আগে গত ৮ সেপ্টেম্বর সকালে রায়পুরা উপজেলা চত্ত্বরে র্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন।
বিদ্যালয় পর্যায়ে সাক্ষরতা দিবসের অনুষ্ঠান সমুহে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোমেন সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, অধিকার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এসএমসির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উল্লেখ্য, জাপানি সংস্থা শাপলা নীড়ের সহযোগিতায় “অধিকার” প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা পাপড়ি এ অনুষ্ঠানের আয়োজন করে।
Leave a Reply