1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 8, 2023, 8:54 am

রায়পুরায় আন্তর্জাতিক ম‍্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, October 15, 2023
  • 105 Time View
মাজেদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
‘মাইরের উপর ঔষধ নাই, দৌড়ের উপর ব্যায়াম নাই ‘যদি আপনি ধুমপান ছাড়তে চান, তাহলে দৌড়ান’ এ প্রতিপাদ্যগুলোকে ধারণ করে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার ভোরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেয় বাংলাদেশের বিভিন্ন জেলা, জাপান, কুরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমেরিকা এবং নেদারল্যান্ডসহ মোট ৭টি দেশের ৪’শ জন দৌড়বিদ। ২১দশমিক ১কিলোমিটার দূরত্বের ফুল দৌড় ও ১০কিলোমিটার দূরত্বের হাফ দৌড়ের একাধিক গ্রুপের মাধ্যমে দৌড়বিদরা ভোর ৫টা ৪০মিনিটে রায়পুরা উপজেলা পরিষদ গেইট থেকে দৌড় আরম্ভ করে পুণরায় এখানে এসে শেষ করে। ৭৫বছর বয়সী দৌড়বিদ সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন ‘দৈনিক গ্রামীণ দর্পণ’কে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই দৌড়ঝাপ শুরু তার। পরে ম্যারাথন আসার পর তিনি ম্যারাথনে যোগ দেন। ১৮বছর যাবত দেশ এবং বিদেশের কয়েকটি ম্যারাথনে যোগ দিয়েছেন তিনি। স্বাস্থ্য ভাল রাখতেই বৃদ্ধ বয়সে এসেও তার এ প্রচেষ্টা। জীবনের মর্যাদা দিতে এবং শরীর সুস্থ রাখতে আগামী তরুণ প্রজন্মকে রানার্স হওয়ার পরামর্শ দেন তিনি। সিলেট থেকে আগত শাহজালাল একটিভ রানার্সের এডমিন মো. জিয়াউদ্দিন জানান, নিজে সুস্থ থাকতে রান করার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে এবং শরীরকে ভাল রাখতে যুবকদের রান করার জন্য উদ্বুদ্ধ করতেই রায়পুরাতে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ২ঘন্টা ৯মিনিট ৫৪সেকেন্ডে তিনি ২১কিলোমিটার রান করে পেসার হয়েছেন। আয়োজকরা জানান, প্রতিটি প্রতিযোগীর বডিতে একটি করে চিপ ফিটিং দেয়া হয়েছে। এসব ডিভাইসের মাধ্যমে তাদের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে রায়পুরাতে নতুন রানার্স তৈরী হবে বলে ধারণা তাদের। পরে আয়োজনে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, গণমাধ্যমকর্মী ডা. সাকলায়েন রাসেল, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম. নূরউদ্দিন আহমেদসহ বিভিন্ন জেলার রানার্স কমিটির এডমিন ও সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category