গ্রামীণ দর্পণ ডেস্ক: বৈশ্বিক করোনা মহামারিতে যে শব্দটি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে সেটি ধৈর্য, বিরতি বা আত্মসংযম। পুঁজিবাদী অর্থনীতিতে ‘মওকুফ’ বলতে আমরা যা বুঝে থাকি, তার ব্যবহার খুবই কম হয় এবং এর প্রভাব বিস্তর হয়ে থাকে। বৈশ্বিক করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত হয়ে সবাই অর্থনৈতিকভাবে কঠিনতম দিন যাপন করছে। এই দুর্দিনে হতাশায় নিমজ্জিত হয়ে হা–হুতাশ করলে কোন লাভ হবে না, বরং ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মর্টগেজ, ক্রেডিট কার্ড, গাড়ি ঋণ, স্টুডেন্টলোনসহ সব ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।
করোনা মহামারিতে অর্থনৈতিক দুরবস্থা মোকাবিলায় যেসব করণীয় ঠিক করতে হবে—
১. আপনার ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সুবিধাজনক বিকল্প গ্রহণ করুন। কোন প্রতিষ্ঠানই স্বয়ংক্রিয়ভাবে আপনাকে এই সুবিধা দেবে না। যোগাযোগের সব নথিপত্র সংগ্রহ করে সংরক্ষণ করুন। ফোনে যোগাযোগের ক্ষেত্রে কনফারমেশন ইমেইল চাইতে পারেন।
২. ক্রেডিট কার্ড একান্ত প্রয়োজন না হলে ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার অব্যবহৃত ক্রেডিট কার্ড অল্প পরিমাণে ব্যবহার করুন, কারণ ব্যাংক ইতিমধ্যে অব্যবহৃত কার্ড বন্ধ করা শুরু করেছে যা আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে। সম্ভব হলে মিনিমাম পেমেন্ট পরিশোধ করুন।
৩. সাময়িক লাভের আশায় আকর্ষণীয় কোন অফার যেমন: ক্রেডিট কার্ড সেটেলমেন্ট, ডেট রিলিফ ইত্যাদি গ্রহণ করা থেকে সম্ভব হলে বিরত থাকুন। আপনার অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি হতে পারে, কিন্তু সাময়িক সুবিধা গ্রহণ ভবিষ্যৎকে কঠিনভাবে বাধাগ্রস্ত করতে পারে।
৪. অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করুন, ইন্টারনেট, টিভি চ্যানেল, মোবাইলফোনসহ বিলাসবহুল খরচ সাময়িক প্রত্যাহার করুন।
৫. লকডাউন খুললেই আপনি নিশ্চিন্তে চাকরিতে যোগদান করতে পারবেন, এরকম নাও হতে পারে। চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে বিকল্প চিন্তা করে রাখুন।
৬. মিথ্যা তথ্য কিংবা গোঁজামিল দিয়ে কোন রকম সুবিধা গ্রহণ করবেন না, কারণ ভবিষ্যতে এটি আপনার গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে।
৭. মনে রাখা জরুরী, প্রতিটি সমস্যাই কিছু সুযোগ নিয়ে আসে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করুন, নির্ভরযোগ্য তথ্য নিয়ে বিনিয়োগ করুন এবং ভবিষ্যতের জন্য সেভিংস করা শুরু করুন।
সুত্রঃ প্রথম আলো অনলাইন
Leave a Reply