মো: জসিম উদ্দিন: নরসিংদীর বাসাইল মহল্লার আব্দুল মতিন (৫৮) করুণা পজিটিভ হয়ে ঢাকার এক হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের খবর পাওয়া মাত্রই ছুটে যান হালিমা সাদিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম কাসেমী এবং তার টিম কাফন দাফনের ব্যবস্থা করেন। সে সময় উপস্থিত ছিলেন সদও এসিল্যন্ড শাহ আলম মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যগণ। আমরা হালিমা সাদিয়া ফাউন্ডেশন এর জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন।
করুণা প্রাদুর্ভাবে যখন সারাবিশ্ব স্তব্দ, যে সময় ছেলে মাকে জঙ্গলে রেখে চলে আসছে, যখন কিছু মানুষ চিন্তা করল লাশকে পুড়ে ফেলবে। তখন নরসিংদীতে গঠন করা হলো হালিমা সাদিয়া ফাউন্ডেশন। এর চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম কাসেমী ও তার টিম এই পর্যন্ত করুণা আক্রান্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী মানুষদের জানাযার ব্যবস্থা করেছেন এবং সংগঠনটি ঘোষণা করেছেন নরসিংদী জেলায় আক্রান্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন তার জানাযা কাফন দাফনের ব্যবস্থা করবে।
Leave a Reply