1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
October 3, 2023, 10:01 am

র‌্যাব-১১ এর অভিযানে ফেসবুকে সরকার সম্পর্কে বিভ্রান্তিমূলক ও মিথ্যা গুজব রটানোর দায়ে ফতুল্লা থেকে এক যুবক আটক

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2020
  • 296 Time View

গ্রামীণ দর্পণ ডেস্ক: র‌্যাব-১১ এর আওতাধীন এলাকায় গুজব সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারী বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ক্রমাগত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব ১১ এর এক বিশেষ অভিযানে ২৩ জুন ২০২০ খ্রিষ্টাব্দে ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্তের দায়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নয়ামাটি মুসলিম পাড়া এলাকা হতে মো. আজিজুর রহমান (২৪) কে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত ১ টি স্মার্ট ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী মোঃ আজিজুর রহমান এর বাড়ী শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন আঃ গনি মল্লিক কান্দি এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ সরকার ও রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকরাসহ আইন-শৃংখলার পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করে আসছে। তার ব্যবহৃত Sayed Md Azizur Rahman নামের ফেসবুক পেইজ থেকে ক্রমাগত মিথ্যা বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের মাধ্যমে সরকার বিরোধী প্রচারণার মাধ্যমে জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধ, গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিমূলক অপরাধ প্রতিরোধ এবং অপরাধী চক্রকে সনাক্ত ও গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সম্প্রতি বিভিন্ন ধরণের গুজব ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টির বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category