গ্রামীণ দর্পণ ডেস্কঃ নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত ব্যক্তি সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৫৯। এর মধ্যে ইতিমধ্যে ১ হাজার ৩৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। আজ শনিবার দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।
সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) করোনা সংক্রমিত সন্দেহে মোট ৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শুক্রবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১৩ জন করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন। এঁদের মধ্যে সদর উপজেলা ও বেলাব উপজেলায় ৪ জন করে, মনোহরদী উপজেলায় ৩ জন এবং শিবপুর ও রায়পুরা উপজেলায় ১ জন করে রয়েছেন। এ ছাড়া ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্সের আওতায় বৃহস্পতিবার আইসিডিডিআরবিতে পাঠানো ১৭টি নমুনার মধ্যে রায়পুরা উপজেলার একজন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। অন্যদিকে আইইডিসিআরে পাঠানো ১৩টি নমুনার মধ্যে সদর উপজেলা ও পলাশ উপজেলার একজন করে নতুন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ৭ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা শেষে ৭ হাজার ১৬৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ৪৫৯ জন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। জেলাজুড়ে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৯২০ জন। এর বাইরে শিবপুরে ১৩৩ জন, পলাশে ১২৫ জন, রায়পুরায় ১১২ জন, বেলাবতে ৮৯ জন ও মনোহরদীতে ৮০ জন রয়েছেন।
নরসিংদী জেলায় করোনা সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৩ জন, বেলাব উপজেলা ও রায়পুরা উপজেলায় ৪ জন করে, মনোহরদী উপজেলা ও পলাশ উপজেলায় ২ জন করে এবং শিবপুর উপজেলায় ১ জন রয়েছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ৪৫ জন।
Leave a Reply