1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
September 28, 2023, 8:49 pm

‘করোনা মোকাবিলায় ভুল পথে অনেক দেশ’ : WHO

আন্তর্জাতিক
  • Update Time : Tuesday, July 14, 2020
  • 300 Time View

আন্তর্জাতিকঃ করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের অনেক দেশ ভুল পথ অনুসরণ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, যেসব দেশ সঠিক ব্যবস্থা গ্রহণ করেনি সেখানেই ভাইরাসের প্রকোপ বাড়ছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ২৮ হাজারের ছাড়িয়েছে। একদিনে প্রাণ গেছে সাড়ে ৩ হাজার ৭ শর বেশি মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি ৫ লাখ ৭৪ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে নতুন ৭৭০ জনের মৃত্যুর সাথে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৩ হাজার।

এরপরই ভারতে একদিনে মারা গেছে ৫৪০ জন। নতুন সাড়ে ২৩ হাজারসহ দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৯ লাখ। এছাড়া যুক্তরাষ্ট্রে ৪৬৫, মেক্সিকোতে ২৭৬, ইরানে ২০৩ জনের প্রাণহানি হয়েছে।

দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৯১ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category