1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 6:58 pm

থামছে না করোনা, সারাবিশ্বে একদিনে শনাক্ত ২ লাখের বেশি

আন্তর্জাতিক
  • পোস্টের সময় Thursday, July 16, 2020
  • 407 বার দেখা হয়েছে

আন্তর্জাতিক: করোনাভাইরাসে বিশ্বে একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজারের বেশি। এরমধ্যে যুক্তরাষ্ট্রেই ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি। দেশটিতে ৯ শতাধিক প্রাণহানি নিয়ে মৃত্যু বেড়ে ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

ভারতে একদিনে সর্বোচ্চ ৩২ হাজারের বেশি শনাক্ত হয়েছেন। আরো ৬ শতাধিক নিয়ে প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজারে। ব্রাজিলে একদিনে সাড়ে ১২শ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজারের বেশি।

বিশ্বে করোনায় প্রাণহানি ৫ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১ কোটি সাড়ে ৩৬ লাখের বেশি। তবে বেড়েছে সুস্থতার সংখ্যা। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজারের বেশি।

এদিকে, করোনার চেয়ে ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশিতে শিশু মৃত্যু ও দুর্ভোগ বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৪৫৭ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ১১০ জনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন