আমিনুল হক: যে কোন প্রাকৃতিক দূর্যোগসহ সব ধরনের সমস্যা মোকাবেলায় বর্তমান সরকার সব সময় দেশের মানুষের পাশে আছে, সব সময় থাকবে। যেমন মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবে দেশের সংকটময় মুহুর্তে কেউ না খেয়ে নেই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদশী নেতৃত্বে সকলের কাছে খাদ্য সামগ্রী নগদ অর্থ, প্রণোদনা দিয়ে নানাভাবে সহায়তা করে আসছে। গত সোমবার বিকালে বেলাব উপজেলা হলরুমে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রার্দুভাবজনিত পরিস্থিতি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এসব কথা বলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বৃক্ষরোপ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপন কর্মসূচী ও মতবিনিময় সভায় উপস্থিতি থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা ভাইস মনিরুজ্জামান ভুইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বেলাব থানা অফিসার ইনচার্জ সেফায়েত হোসেন পলাশ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জান, সদর ইউনিয়ন চেয়ারম্যান, গোলাপ মিয়া প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply