1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 10:11 pm

চিনাদী বিলকে পর্যটক হিসাবে গড়ে তুলবো –জহিরুল হক মোহন এমপি

শিবপুর প্রতিনিধি
  • পোস্টের সময় Monday, July 27, 2020
  • 423 বার দেখা হয়েছে

শিবপুর প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ করি’ শ্লোগানে শনিবার (২৫ জুলাই) সকালে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়নের চিনাদী বিলে মাছের পোনা অবমুক্ত করেণ নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জেলার মৎস্য কর্মকর্তা বেল্লাল হোসেন, শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ন কবির, মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার ধর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল ইসলাম, নরসিংদীর বাঘহাটা ফার্ম ম্যানেজার বিচিত্র কুমার সরকার প্রমূখ।
অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চিনাদী বিলের চার পাশে ২ শত বৃক্ষের চারা রোপ করা হবে। এর উদ্বোধন করেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন ও নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। পরে বিলের পার্শ্বে শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ শিবপুর সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল আলম রাখিল, দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল হক প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন একটি প্রকল্প হাতে নিয়ে অচিরেই চিনাদী বিলকে পর্যটক হিসেবে গড়ে তুলবে বলে উপস্থিতিদেরকে আশ^স্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন