স্টাফ রিপোর্টার: গত ২৫ জুলাই শনিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে মাধবদীর বিরামপুর এলাকায় সরকারি সম্পত্তি দখল মুক্তকরণে অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া। অভিযানে বিরামপুর এলাকায় বিভিন্ন স্থান পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি)। উক্ত এলাকায় সরকারি জমি বিভিন্ন মানুষের দখল হতে মুক্ত করতে আইনী কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ১৫৭ শতাংশ আয়তনের সরকারি পুকুর দখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়।
সরকারি সম্পত্তি দখল মুক্তকরণে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানানো হয়। সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া
Leave a Reply