1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
October 2, 2023, 11:21 am

ঢাকায় নির্মিত হচ্ছে প্রথম হেলিপোর্ট

স্টাফ রিপোর্টার
  • Update Time : Monday, August 3, 2020
  • 309 Time View

স্টাফ রিপোর্টারঃ হেলিকপ্টারের জন্য রাজধানীতে তৈরি হচ্ছে একটি আলাদা বন্দর। যা হবে দেশের প্রথম হেলিপোর্ট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিপোর্ট তৈরির স্থান নির্বাচন চূড়ান্ত। চলছে প্রকল্প তৈরির কাজ। বিশেষজ্ঞদের মতে, হেলিকপ্টারের জন্য স্বতন্ত্র বন্দরে বাড়বে আকাশপথের নিরাপত্তা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজ চলাচলের পাশাপাশি হ্যালিকপ্টারও ওঠা-নামা করছে। তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য বর্তমান হ্যালিকপ্টার ও জেনারেল এভিয়েশনের হ্যাংগারগুলো সরিয়ে নেয়া হয় রানওয়ের উত্তর প্রান্তে। এতে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে।

এ অবস্থায় হ্যালিকপ্টারের জন্য স্বতন্ত্র একটি বন্দর তৈরির প্রস্তাবনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়েন হোটেল সংলগ্ন একটি স্থান নির্বাচন করা হয়েছে দেশের প্রথম হ্যালিপোর্টের জন্য। এতে প্রায় ৫০টি হ্যালিকপ্টার ওঠা-নামার সক্ষমতা রাখা হচ্ছে।

হ্যালিপোর্ট নির্মাণ হলে, শাহজালাল বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল আরো নির্বিঘ্ন হবে বলে মনে করছে এভিয়েশন অপারেটরদের সংগঠন।

হ্যালিপোর্টে লো-ফ্লাইং উপযোগী র‍্যাডার ও আধুনিক নেভিগেশন ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বর্তমানে দেশে ৯টি কোম্পানির ৩০টি হ্যালিকপ্টার নিয়মিত চলাচল করছে। এসব হ্যালিকপ্টারের মাসিক গড় ফ্লাইট সংখ্যা ৩৮০টি। হ্যালিপোর্ট নির্মাণ হলে এ সংখ্যা আরো বাড়বে বলে মত সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category