1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 23, 2024, 9:56 pm

শিবপুরে ঈদে ঐত্যিহবাহী চিনাদী বিলে দর্শনার্থীদের ভিড়

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, August 6, 2020
  • 437 বার দেখা হয়েছে

শিবপুর প্রতিনিধি: ঈদের ছুটি শেষ হলেও শিবপুর উপজেলার ঐত্যিহবাহী চিনাদী বিলে দর্শনার্থীদের ভিড় কমেনি। ঈদের দিন থেকে এখন পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় দিন দিন বাড়ছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গড়ে উঠা নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকার অত্যাধুনিক দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কসহ জেলার বিভিন্ন পার্ক বন্ধ থাকায় চিনাদী বিলের গুরুত্ব ব্যাপকভাবে বেড়ে গেছে।
করোনা ভাইনাসের কারণে ঘরবন্দি মানুষ বাড়িতে অলস সময় না কাটিয়ে শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে ঐত্যিহবাহী চিনাদী বিলে প্রমোদ ভ্রমণে আসে। দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছের প্রাকতিক পরিবেশ ও বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলকাকলীতে মূখর থাকায় দর্শনার্থীদের পছন্দের স্থান হওয়ায় এই জায়গায় দুই ঈদে, পূজা-পার্বণে ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিভিন্ন জেলা থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকসা, ভিবাটেক, হুন্ডাসহ বিভিন্ন যানবাহনে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এ বিলে আসেন।
এখানে নৌকা দিয়ে বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। এই বিলে রুই, কাতল, বোয়াল, কই, মাগুর, শিংসহ বিভিন্ন্ প্রজাতির মাছ পাওয়া যায়। মাছ খেতে সুস্বাদু হওয়ায় দুর দুরান্ত থেকে আগত দর্শনার্থীরা মাছও কিনে নিয়ে যায়।
নরসিংদী-৩ শিবপুরের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন চিনাদী বিলের সৌন্দৗর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা রোপন করেছেন। বিলের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের জন্য দুই কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পলাশ ও রায়পুরা উপজেলার দর্শনার্থী রাকিবুল হাসান ও নোমান মেহেদী বলেন, যানবাহন রাখার জায়গা নেই, টয়লেট বন্ধ, নৌকায় উঠার ঘাট নেই, তাছাড়া যাতায়াতের রাস্তটি খুবই সরু হওয়ায় লোকজনের চলাফেরায় খুবই কষ্ট হয়। এমতাবস্থায় বিলের পরিবেশ সুন্দর রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে এলাকাবাসী প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারের আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন