গ্রামীণ দর্পণ ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে ৬ আগস্ট বৃহস্পতিবার জুম কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
জুম কনফারেন্সে অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী আনোয়ারুল নাসের, প্রফেসর মোহাম্মদ আলী, জেলা তথ্য অফিসার নাছিমা আক্তার, কালচারাল অফিসার শাহেলা খাতুন প্রমুখ।
সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ১৯৭৫ এ আত্মদানকারী বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানসমূহে সকলকে স্বতঃস্ফূর্ত, সক্রিয়ভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের আহবান জানিয়ে সভাপতি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনবোধ ও আদর্শকে পাথেয় করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিণির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply