1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
September 28, 2023, 10:04 pm

নরসিংদীতে আরো প্রায় ৪৬ শতাংশ সরকারি জমি বেদখলমুক্ত করলেন সদর এসিল্যান্ড

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2020
  • 194 Time View

স্টাফ রিপোর্টার: নরসিংদীর সাটিরপাড়া মৌজার প্রায় ৪৬ শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করেছেন নরসিংদী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া। গত বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুরে সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণর লক্ষ্যে এই সরকারি খাস জমি বেদখলমুক্ত করা হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে এই খাস জমি বেদখলমুক্ত করার অভিযান চালানো হয়।
এ সময় উদ্ধারকৃত জায়গায় লাল নিশানা টানিয়ে দেয়া হয়। এর আগে নরসিংদী সদর উপজেলার মাধবদী, আমদিয়া ও হাজীপুরে অভিযান চালিয় মোট ৫ শত ৮২ শতাংশ জমি বেদখলমুক্ত করেন তিনি।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণর জন্য ভূমি অফিসের বিশেষ অভিযান চলছে। এরই প্রেক্ষিতে আজকে ৪৫.৮২ শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category