মেহেদী হাসান রিপন, রায়পুরা থেকে: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী ভাঙ্গন কবলিত প্রতি পরিবার পেলো নগদ ৩ হাজার টাকা ও ১০ কেজি করে চাল সহায়তা। গত সোমবার ১শ ১২ পরিবারের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে নগদ অর্থ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আওতায় জেলা প্রশাসকের জিআর ফান্ডের উদ্যোগে এ সকল ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়াম্যান তাহমিনা মানিক, চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আযানসহ অনেকে। উল্লেখ্য গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে উপজেলার চরাঞ্চলের তিন ইউনিয়নে নতুন করে নদী ভাঙ্গন শুরু হয়।
Leave a Reply