তৌহিদুর রহমান: নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে যেন তৃতীয় পক্ষ লাভবান না হয়। নরসিংদী আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে এই আহবান জানিয়েছেন শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ন। জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগের উদ্যোগে দুঃস্থদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমে এই বক্তব্য প্রদান করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে কেউ যদি মনে করেন, যে আমি অওয়ামী লীগের অমুক করেছি তমুক করেছি আমি অপিহার্য্য, এটা ঠিক না। সময়ের প্রয়োজনেই জননেত্রী শেখ হাসিনা অনেক সিদ্ধান্ত নেন, আবার সময়ের প্রয়োজনেই তিনি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন। নিজেকে যে অপরিহার্য মনে করে সেটা মস্ত বড় ভুল। কাজেই আমি নরসিংদীর সবাইকে বলব আপনাদের কারও জন্যই, কারও কোন আচার আচারণ ও ব্যবহারে যেন আমার দলের কোন ভাবমূর্তি নষ্ট না হয়। আমাদের কাদা ছোড়াছুড়ির জন্য যেন তৃতীয় পক্ষ লাভবান না হয়। এটা কিন্ত মঙ্গলজনক হবে না।
তিনি আরো বলেন, ৭৫’র এর আগেও কিন্তু ষড়যন্ত্রকারী এভাবেই নানাভাবে আমাদের দলে ঢুকে নানা প্রক্রিয়া করেছেন। এমন একটি ক্ষেত্র তৈরি হয়েছিল আমরা নিজেরাই নিজেদের দোষারোপ করছিলাম। নরসিংদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
Leave a Reply