পলাশ প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলার চলনা নামাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে লোকমানকে বাড়ী থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা ২৭ আগষ্ট রবিবার মাগরিবের নামাজের সময় পাশের একটি কলা খেতে নিয়ে হাত পা বেঁধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লোকমানের উপরে হামলা চালায় এবং এলোপাতাড়ি তাকে কোপাতে থাকে, অন্য আরেকজন রড দিয়ে তার পায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ওই সময় মাগরিবের নামাজ থাকায় লোকজন একটু কম ছিল রাস্তাঘাটে।
মাগরিবের নামাজ চলাকালীন সময় নিরবে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপায় এবং রড দিয়ে আঘাত করতে থাকে। উল্লেখিত সন্ত্রাসীরা লোকমানকে বলতে থাকে তোকে কুপিয়ে হত্যা করব। তবে যদি তুই মোটা অংকের টাকা দিতে পারিস আধমরা করে তোকে ছেড়ে দিব। এ সময় লোকমান বলতে থাকে আমার দুটি ছেলে রয়েছে, বৃদ্ধ মা রয়েছে, তাদের ভরণপোষণ করতে হয় আমার। আমি খুবই গরীব মানুষ, কোত্থেকে মোটা অংকের টাকা পাব, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে আর মেরো না। এ কথা বলতে বলতে সে জ্ঞান হারিয়ে ফেলে, এক পর্যায়ে মাগরিবের নামাজ শেষ হলে মুসল্লিদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে দ্রুত পালিয়ে যায়। পড়ে মসজিদ থেকে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। তার আত্মীয়-স্বজনের সহযোগিতায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বিষয়ে জানতে খবর নিলে চলনা গ্রামে তাদের কাউকে গ্রামে পাওয়া যায়নি।
Leave a Reply