1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
October 3, 2023, 12:46 am

চলে গেলেন হকির প্রথম সাধারণ সম্পাদক মাহমুদ–উর–রহমান মোমিন

Reporter Name
  • Update Time : Monday, July 5, 2021
  • 475 Time View

ডেস্ক রিপোর্ট: মুঠোফোনের অন্য প্রান্তে শুধুই কান্নার শব্দ। প্রবীণ হকি সংগঠক মোহাম্মদ ইউসুফ আলী বলছিলেন, ‘ক্রীড়াঙ্গনে আরেকজন মোমিন ভাই আর আসবে না।’

আজ দুপুরে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক মাহমুদ-উর-রহমান মোমিন। কিন্তু এই পরিচয়ের বাইরেও আরও অনেক পরিচয় রয়েছে খেলাপাগল এই ক্রীড়া ব্যক্তিত্বের।

রাজধানীর বড় মগবাজারে তাঁর নিজ বাসভবনে ৮৪ বছর বয়সে মারা গেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া মাহমুদ–উর–রহমান। মগবাজার গাবতলা মসজিদে হয়েছে তাঁর প্রথম জানাজা। ওয়ারী ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে মাহমুদ–উর–রহমানকে।

প্রয়াত হকি সংগঠক মাহমুদ–উর–রহমান মোমিন।ছবি সংগৃহীত

হকি ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ইউসুফ আলী মাহমুদ–উর–রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘কিছুদিন আগে তাঁর শরীরে অপারেশন হয়েছিল। এরপর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। এ ছাড়া ডায়াবেটিস ও হৃদ্‌রোগের জটিলতাও ছিল।’

হকি আর ফুটবল নিয়েই মূলত মাহমুদ–উর–রহমানের পুরো জীবন কেটেছে। ১৯৩৭ সালে সিলেটে জন্ম প্রথিতযশা এই ক্রীড়া সংগঠকের। কিন্তু খেলোয়াড়ি জীবনের শুরু ১৯৫২ সাল থেকে। ওই সময় পুরান ঢাকার আরমানিটোলা সরকারি স্কুলে হকিতে হাতেখড়ি। ১৯৫৪ সালে ছিলেন স্কুল দলের হকি অধিনায়ক। ওই বছরেই পাকিস্তানের পেশোয়ারে আন্তপ্রদেশ স্কুল হকি টুর্নামেন্টে খেলেছিলেন আরমানিটোলা স্কুলের হয়ে। ১৯৫৫ সালে ঢাকা কলেজের অ্যাথলেটিকস সেক্রেটারি নির্বাচিত হন তিনি।

১৯৫৭ সালে কলেজের টুর্নামেন্টে একই সঙ্গে হকি ও ফুটবল খেলেন মাহমুদ–উর–রহমান। ১৯৫২ সালে কামাল স্পোর্টিং ক্লাব ও ১৯৫৩ সালে মাহুতটুলী স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে ফুটবল খেলেছেন। এরপর ১৯৫৪–১৯৫৬ সালে প্রথম বিভাগে ফুটবল খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে। ঢাকায় ১৯৫৬ সালে কলকাতা মোহামেডানের সঙ্গে একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একাদশের। ওই দলেও খেলেন মাহমুদ–উর–রহমান।

মাহমুদ-উর-রহমান প্রথম বিভাগ হকি খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে, ১৯৫৪ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত। এরপর ১৯৬১ সালে খেলেন ঢাকা ওয়ান্ডারার্সের জার্সিতে। আর ১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত খেলেন ওয়ারী ক্লাবের হয়ে।

১৯৬৯ সালে আন্তজেলা হকিতে চ্যাম্পিয়ন ঢাকা জেলার অধিনায়ক ছিলেন মাহমুদ–উর–রহমান। ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক হকি দলেরও অধিনায়ক ছিলেন তিনি। ১৯৫৭ সালে লাহোরে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় হকি চ্যাম্পিয়নশিপে খেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে। ১৯৬১ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তাঁর কখনোই মূল দলে সুযোগ পাননি।

মধ্যকার এক ম্যাচে প্রথম বাঙালি আম্পায়ার ছিলেন তিনি। এরপর ১৯৬৯–৭০ সালে জাতীয় হকি দলের খেলা পরিচালনা করেন। ১৯৭০ সালে অন্তর্ভুক্ত হন আন্তর্জাতিক ১৯৬৩ সালে সাংগঠনিক ক্যারিয়ার শুরু মাহমুদ–উর–রহমানের। ওই বছর ঢাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ও কেনিয়া দলের আম্পায়ারস প্যানেলে।

১৯৬৮ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ছিলেন ওয়ারী ক্লাবের নির্বাচিত হকি সম্পাদক। এরপর ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন ১৯৭৮ থেকে ১৯৮৮ পর্যন্ত টানা ১০ বছর। ১৯৬৯–৭০ এই দুই বছর ছিলেন ইস্ট পাকিস্তান স্পোর্টস ফেডারেশনের হকি সম্পাদক।

আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে হয়েছেন হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ছিলেন একাধারে ১৯৮১ সাল পর্যন্ত। ১৯৭৭ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি।

দেশের হকিতে মাহমুদ–উর–রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশন, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category