শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রবিবার (৪ জুলাই) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, একটি চুরির মামলায় ২০১৩ সালে বিল্লালকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন মিয়ার সার্বিক দিক নির্দেশনায় এএসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভরতেরকান্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, রায় ঘোষণার পর থেকেই বিল্লাল পলাতক ছিলো। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply