ডেস্ক রিপোর্ট: গত ১০ জুলাই শনিবার রাত আনুমানিক ২০.১৫ টার সময় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার সদর থানাধীন সাটিরপাড়া শহীদ মিনারের সামনে হতে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়িকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলো ১। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন রামচন্দিপুর গ্রামের মৃত ছাদু ভূইয়া এর ছেলে মোঃ হাবিব ভূইয়া (৩২), ২। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বাঘানগর উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল হেকিম এর ছেলে মোঃ মনিরুজ্জামান (৩৫)। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হাবিব ভূইয়া (৩২) এর কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল, নগদ ২৫০০/- টাকা এবং মোঃ মনিরুজ্জামান (৩৫) এর কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা, ০১টি মোবাইল উদ্ধার করা হয়। র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে মাদবদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস দল কর্তৃক ১০ জুলাই ২০২১ ইং আনুমানিক রাত ২০.১৫ ঘটিকার সময় নরসিংদী জেলার সদর থানাধীন সাটিরপাড়া শহীদ মিনারের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রেরণ করা হয়েছে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
Leave a Reply