1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 1:45 pm

পলাশে ইউএনও ফারহানা আফসানা চৌধুরী করোনায় আক্রান্ত

আল-আমিন মিয়া
  • পোস্টের সময় Wednesday, July 14, 2021
  • 365 বার দেখা হয়েছে

নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইউএনও ফারহানা আফসানা চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি আরও জানান, সোমবার দিনব্যাপী ঘোড়াশাল, ডাঙ্গা ও জিনারদী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করার একপর্যায়ে বিকালের দিকে হঠাৎ করে শরীরে প্রচুর জ্বর ও মাথা ব্যথাসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে মঙ্গলবার সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দের সাথে কথা বলে এন্টিজেন টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায়ই আইসোলেশনে রয়েছেন। তবে শরীরে সামান্য জ্বর থাকলেও শ্বাসকষ্ট এবং অন্য কোনো ধরণের সমস্যা নেই বলেও জানান ফারহানা আফসানা চৌধুরী। এদিকে ইউএনও ফারহানা আফসানার দ্রæত সুস্থতা কামনা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, করোনা এই মহামারিতে সামাজিক সতেনতা বৃদ্ধি করার পাশাপাশি জনসাধারণকে ঘুরমুখী রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী অতুলনীয় ভূমিকা রেখেছেন। এই করোনা যোদ্ধার অতিদ্রæত সুস্থতা কামনাও করেন তিনি।
উল্লেখ-পলাশ উপজেলায় হঠাৎ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে। প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন এ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। এখন পর্যন্ত পলাশ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন ও মারা মৃত্যু হয়েছে ৫ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন