ডেস্ক রিপোর্ট: গত ১৯ জুলাই র্যাব -১১, নরসিংদী এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন পান্থশালা এলাকা হতে একাধিক হত্যাকান্ডসহ ১৭ বছরের শিশু ধর্ষনের পর হত্যা মামলার এজাহার নামীয় আসমীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে নগদ ৩৫,৭২০/- টাকা ও ০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ সিরাজ মিয়া (৫৮), পিতা: মৃত জাহের আলী, মোঃ শাহ আলম (৪০), পিতা: আব্দুল আজিজ ওরফে ফজলু মেম্বর উভয় সাং: কাচারীকান্দি, রফিকুল ইসলাম ফরাজী ওরফে রবি, পিতা: মৃত আব্দুল জব্বার ফরাজি, সাং: মধ্যনগর, সর্ব থানা: রায়পুরা, জেলা: নরসিংদী।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা রায়পুরা কাচারীকান্দি এলাকায় সংগঠিত সন্ত্রাস বাহিনীর প্রধান। উক্ত এলাকায় সংগঠিত প্রায় সমস্ত হত্যাকান্ডসহ বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপকর্মের নেতৃৃত্ব দান করত। এছাড়াও তারা জোরপূর্বক চর দখল ও সাধারণ গ্রামবাসীদের সংঘাতে জড়াতে বাধ্য করত। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় করা বিভিন্ন মামলার এজাহার থেকে জানা যায় যে, তারা সক্রিয় ভাবে বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। টেঁটাযুদ্ধ, হত্যা, চাঁদাবাজির মাধ্যমে এলাকায় তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছে। তাদের নামে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১ এর একটি চৌকস দল ১৯ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ আনুমানিক সকাল ১৯.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন পান্থশালা এলাকা হতে আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদেরকে পরবর্তী আইনী ব্যবস্থা জন্য রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply