রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় প্রতিবেশীর কাছে ৫ হাজার টাকা ঋণ নিয়ে এই টাকা পরিশোধ করেও রেহায় পেলো না গৃহবধু মিনারা (৪৫)। প্রতিবেশী আল আমিন ও শ্যামলের হাতে খুন হতে হলো তাকে। সে উপজেলার ভিটি মরজাল গ্রামের মো. রফিক মিয়ার স্ত্রী।
নিহতের ছেলের বৌ রুমা জানান, ৫/৬ মাস আগে তার স্বাশুড়ী মিনারা তাদের প্রতিবেশী শ্যামলের কাছ থেকে ৫ হাজার টাকা ঋণের নিয়ে বাড়ীতে টিউবওয়েল বসান। তার দাবী কয়েকদিন পরে শ্যামলের কর্জ্জের টাকা সমুদয় পরিশোধ করে। এদিকে শ্যামল গত শনিবার বিকাল তিনটায় মিনারার বাড়ীতে পুনরায় এসে তার কর্জ্জের টাকা দাবী করেন। এ নিয়ে বাড়ীর পাশের আলতাবের দোকানের সামনে তাদের মধ্যে এ নিয়ে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে শ্যামল এসে মিনারাকে রান্নার কয়েল দিয়ে তাকে আঘাত করলে সে মার্টিতে লুটিয়ে পরে।পরেও ক্ষান্ত হয় নি শ্যামল। তাকে উপুর্যিপুর মারধর করে। এদিকে শ্যামলের ভাই আল আমিন ও এসে মিনারাকে মারধর করে। পরে ঘটনার সময় মিনারাকে স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী নিয়ে আসলে রবিবার সন্ধ্যায় তার শরীলের অবস্থা আরো অবনতি হয়। এ সময় মিনারাকে নরসিংদী সদর হাসপতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার সকালে রায়পুরা থানার এস আই রকিবুল ঘটনা স্থলে পৌছে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং এই ঘটনায় জরিত থাকার সন্দেহে মোর্শেদ নামে একজনকে আটক করেন তিনি।
Leave a Reply