স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ১০ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। শুক্রবার ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মাধবদী থানার শিমুলকান্দি এলাকার মো. বাহার উদ্দিন (৬৫) ও তার ছেলে মো. ইউসুফ সরকার (৪২)।
পুলিশ জানায়, মো. বাহার উদ্দিনের বিরুদ্ধে একটি সিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ৪টি সিআর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের মামলাসহ দন্ডবিধির ৪০৬/৪২০/৪৬২ ধারায় মামলা রয়েছে। তাঁর ছেলে মো. ইউসুফ সরকারের বিরুদ্ধে ৪টি সিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধেও এনআই অ্যাক্টের মামলাসহ দন্ডবিধির ৪০৬ ধারায় মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply