মনোহরদী প্রতিনিধি: মনোহরদীতে গত ২ দিনে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনা জানা গেছে। এর মধ্যে একটি মোটর সাইকেল চুরির পর স্টার্ট করতে ব্যর্থ হয়ে অনতিদূরের ক্ষেতের কাদা জলে তা বিসর্জন দিয়ে গেছে চোর। মসজিদের সামনে একটি পালসার ১৫০ সিসির মোটর সাইকেল তালাবদ্ধ করে মসজিদের জামাতে মাগরিবের নামাজ পড়াতে যান হাফেজ শামীম। ভুক্তভোগী শামীম জানান, নামাজ শেষে বেরিয়ে এসে আর খোঁজ পাননি মোটর সাইকেলটির। ঘটনাটি রোববার সন্ধেয় চন্দনবাড়ী ইউনিয়নের হেতিমদী মৃধাপাড়া জামে মসজিদের সামনের। অপর ঘটনাটি পৌর এলাকার চন্দনবাড়ী উত্তর পাড়ার মোটর সাইকেল মেকার তৌহিদের বাড়ীতে। শনিবার রাতে মোটর সাইকেল বাড়ীতে রেখে সকালে উঠে আর দেখতে পাননি সেটি।
মনোহরদী পৌর কাউন্সিলার তাজুল ইসলাম জানান, তার ভাগ্নে তৌহিদের বাড়ী থেকে রাতের আঁধারে মোটর সাইকেলটি চুরি হয়। সেটি ষ্টার্ট করতে কিছু বিশেষ কলা কৌশলের প্রয়োজন হয়। যেটি কেবল তার মালিক তৌহিদেরই জানা। এ অবস্থায় চোর সেটি স্টার্ট করে নিতে ব্যর্থ হয় অবশেষে মনোহরদী- চালাকচর রাস্তার ধারে কাদা জলে সেটি ফেলে দিয়ে যায় চোর। খবর পেয়ে পরদিন রোববার সকালে সেখান থেকে তুলে আনা হয়েছে সেটি। একই রাতে আরেকটি মোটর সাইকেল চুরি হয় মনোহরদী সরকারী পাইলট হাই স্কুলের শিক্ষক বাবুল মোল্লার। তিনি জানান, বাড়ীর গেট খুলে তার মালিকানাধীন একটি ১২০ সিসির হিরো ফ্যাশন প্রো (ঢাকা মেট্রো-হ ২৮-৬৮৬০) মোটর সাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করেছেন বলেও জানান তিনি।
Leave a Reply